Abdu Rozik Engagement: আবদুর বাগদত্তার নাম আমিরা। তাঁর সম্পর্কে খুব বেশি জানা না গেলেও, আবদু জানিয়েছেন যে তিনি ১১৫ সেমি অর্থাৎ ৩ ফুট ৯ ইঞ্চি এবং আমিরা ১৫৫ সেমি অর্থাৎ ৫ ফুট ১ ইঞ্চি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস খ্যাত স্টার আবদু রোজিক সম্প্রতি নিজের বাগদানে ঘোষণা করেছেন। নিজের বাগদত্তার সঙ্গে ছবি পোস্ট করে ফ্যানেদের সারপ্রাইজ দেন আবদু। এমনকী তিনি ঘোষণা করেন যে, চলতি বছরের জুলাইয়েই তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন সলমান খান।
আবদুর বাগদত্তার নাম আমিরা। তাঁর সম্পর্কে খুব বেশি জানা না গেলেও, আবদু জানিয়েছেন যে তিনি শারজাহের বাসিন্দা এবং তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন। আবদুর এখন বয়স ২০ বছর। এবং তাঁর হবু স্ত্রী-র বয়স ১৯।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে আবদু জানিয়েছিলেন, আমিরার সঙ্গে তাঁর একটি মলে ফুড জয়েন্টে দেখা হয়। প্রথম দেখায় তাঁরা প্রেমে পড়ে যায়। আবদু এ-ও স্পষ্ট করেছেন যে, তাঁর এই ঘোষণা কোনও পিআর বা মিউজিক ভিডিয়োর কোনও প্রচার নয়। তিনি বলেন, 'হয়তো কেউ বিশ্বাস করবেন না, যে আমার মত ছোট আকৃতির ছেলে প্রেম করবে।'
আরও পড়ুন:Kazi Nazrul Islam Biopic: কাজী নজরুল ইসলামের বায়োপিক, কবির চরিত্রে কিঞ্জল নন্দ...
আবদু জানিয়েছেন যে, আমিরার চেয়ে তিনি খাটো। কিন্তু তাঁদের উচ্চতার পার্থক্য তাঁদের ভালোবাসাকে প্রভাবিত করেনি। আবদু বলেন যে, তিনি ১১৫ সেমি অর্থাৎ ৩ ফুট ৯ ইঞ্চি এবং আমিরা ১৫৫ সেমি অর্থাৎ ৫ ফুট ১ ইঞ্চি। তিনি আগাগোড়াই উচ্চতার কারণে একজন সঙ্গী খুঁজে পাওয়ার বিষয়ে চিন্তা করতেন। কিন্তু এখন আমিরার সঙ্গে দেখা করে তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, 'আমিরা তাঁর চেয়ে লম্বা হলেও কখনই তাঁদের সম্পর্কের মাঝে আসেনি।'
আবদু তাঁর হবু স্ত্রী-র প্রশংসা করতে গিয়ে বলেন, 'তিনি খুবই সুন্দর। তাঁর লম্বা চুল এবং সুন্দর চোখ।'
কয়েকদিন আগে আবদু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়ে বাগদান অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। সেখানে দেখা গিয়েছে, আবদু সাবেকি পোশাকে এক তরুণীকে আংটি পরাচ্ছেন। যদিও তাঁর বাগদত্তার মুখ দেখা যায়নি। তিনি সাদা পোশাক পরে এবং ঘোমটা দিয়ে বসেছিলেন। ছবি শেয়ার করে তাজাকিস্তানি সংগীতশিল্পী ক্যাপশনে লেখেন, 'আলহামদুলিল্লাহ, ২৪.০৪.২০২৪।'
তার আগে আবদু একটি আংটি নিয়ে নেটপাড়ায় বাগদানের খবর শেয়ার করেছিলেন। সেখানে তিনি লেখেন, 'আমি জীবনে কোনওদিন কল্পনাও করিনি, যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাব। যে আমাকে সম্মান করবে। ৭ জুলাই তারিখটিকে সেভ করে রাখুন। শব্দ দিয়ে ব্যক্ত করতে পারব না যে আমি কতটা খুশি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(20 ov) 209/5
|
VS |
TAN
215/4(19.2 ov)
|
Tanzania beat Bahrain by 6 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 135/9
|
VS |
GER
137/6(18 ov)
|
Germany beat Tanzania by 4 wickets | ||
Full Scorecard → |