Javed Akhtar-র মামলায় মুম্বইয়ের আদালতে জামিন Kangana Ranaut-র

২০১৬ সালে করেছিলেন জাভেদ আখতারের সঙ্গে সাক্ষাতের দাবি করেছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

Updated By: Mar 25, 2021, 08:40 PM IST
Javed Akhtar-র মামলায় মুম্বইয়ের আদালতে জামিন Kangana Ranaut-র

নিজস্ব প্রতিবেদন: জাভেদ আখতারের মানহানির মামলায় জামিন পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। মুম্বইয়ের আদালত তাঁকে জামিন দিয়েছে।

এ দিন আদালতে হাজির হয়ে তাঁর নামে জামিনযোগ্য পরোয়ানা খারিজের আর্জি করেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। একইসঙ্গে জামিনের আবেদনও করেছিলেন। তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।   

২০১৬ সালে জাভেদ আখতারের (Javed Akhtar) সঙ্গে সাক্ষাতের দাবি করেছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সেই দাবি অস্বীকার করেন জাভেদ। কঙ্গনার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন। জাভেদ আখতারের (Javed Akhtar) অভিযোগ, তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন কঙ্গনা। চলতি মাসের শুরুকে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। তিনি আবেদন করেছেন, কঙ্গনার বিরুদ্ধে চলা মামলাগুলি মুম্বই থেকে সরিয়ে আনা হোক সিমলার আদালতে। রঙ্গোলির অভিযোগ, শিবসেনা প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। সে কারণে মুম্বইয়ে তিনি নিরাপদ নন।  

আরও পড়ুন- Covid 19-এ আক্রান্ত Milind Soman, কেমন আছেন অভিনেতা?

.