Bangladesh Unrest: বাংলাদেশে নাটোরের মন্দিরে হামলা, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার সেবায়েতের মৃতদেহ
Bangladesh Unrest: সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরে মোট ৮টি মন্দিরে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে। ভাঙা হয়েছে মূর্তি। একটিমাত্র ক্ষেত্রে একজনকে গ্রেফতার করা হয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে এবার খুন হলেন মন্দিরের সেবায়েত। নাটোরের কশিমপুরের ঘটনা। সেখানকার শ্মশানকালী মন্দিরের ডাকাতির পর সেবায়েতের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়। তিনি প্রায় দুই যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন। পুলিস বলছে, নিছক ডাকাতির ঘটনা। তবে এলাকার সংখ্যালঘুদের দাবি, বেছে বেছে মন্দিরের হামলা করা হচ্ছে। এটা ডাকাতি নয়। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দিল ইস্কনের কলকাতা শাখা। তাদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অবাধে নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘুদের খুন করা হচ্ছে।
আরও পড়ুন-জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি, জয়সলমীরে কাউন্সিলের বৈঠকে ধাক্কা আম আদমির
ইস্কনের কলকাতার শাখার ইস্কন সন্ন্যাসী রাধারমণ দাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, বাংলাদেশের নাটেরের প্রধান শ্মশানের মন্দিরে হামলা কথা শুনে স্তম্ভিত। মন্দিরের প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে। মন্দিরের সেবায়েত তরুণ চন্দ্র দাসকে(৫৫) নির্মমভাবে খুন করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় তার দেহ পাওয়া যায়। বাংলাদেশে হিন্দুদের শ্মশানও নিরাপদ নয়।
Shocked to hear about the attack on the temple located in #Natore's Kashimpur Central Shmashana in Bangladesh. Valuables were looted, and the temple's shebait, Tarun Chandra Das, was brutally murdered.
His lifeless body was discovered with his hands and feet tied. Even Hindu… pic.twitter.com/8xdPZ8Q059
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 21, 2024
উল্লেখ্য়, সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরে মোট ৮টি মন্দিরে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে। ভাঙা হয়েছে মূর্তি। একটিমাত্র ক্ষেত্রে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ঘটনার ক্ষেত্রে এফআইআর পর্যন্ত রুজু হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এবছর জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর ২,২০০টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাশ্মশান থেকে একজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাশ্মশানের ভান্ডার ঘরের মালপত্র লুটের কিছু চিহ্ন পাওয়া গিয়েছে। সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)