বন্ধুর মৃত্য়ুর পরই নিজেকে শেষ করে দেন মনমীত, অভিনেতার মৃত্যু নিয়ে দানা বাঁধছে প্রশ্ন

রবিবার মনমীতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টেলি টাউনে ফের শোকের ছায়া নেমে এসেছে।

Edited By: জয়িতা বসু | Updated By: May 18, 2020, 10:56 AM IST
বন্ধুর মৃত্য়ুর পরই নিজেকে শেষ করে দেন মনমীত, অভিনেতার মৃত্যু নিয়ে দানা বাঁধছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন : ​লকডাউনের জেরে কাজ ছিল না। বাকি পড়েছিল বাড়ি ভাড়া থেকে লোনের টাকা, সবকিছু। তার জেরেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন টেলিভিশন অভিনেতা মনমীত গ্রেওয়াল। রবিবার মনমীতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টেলি টাউনে ফের শোকের ছায়া নেমে এসেছে।

মনমীতের বন্ধু মনজিত সিং জানান, অভিনেতার মৃত্যুর ৪ দিন আগে কী ঘটে। মনজিত বলেন, মনমীতের মৃত্যুর ৪ দিন আগে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু আত্মহত্যা করেন। মনমীতের সঙ্গে তাঁর ওই বন্ধুও সম্প্রতি পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে যান। লোন নিয়ে সেই অর্থ দিয়েই মনমীত এবং তাঁর বন্ধুর পরিবার বিদেশ থেকে ঘুরে আসেন। লকডাউনের জেরে দিনের পর দিন ধরে কাজ বন্ধ থাকায় মনমীতের বন্ধুও পরিশোধ করতে পারেননি লোনের টাকা। ফলে গত ৪ দিন আগে তিনি আত্মহত্যা করেন। ওই ঘটনার পরপরই ফের মনমীতও নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এসবের পাশাপাশি আরও জানান যায়, মুম্বইয়ের যে ফ্ল্যাটে মনমীত থাকতেন স্ত্রীকে নিয়ে, সেখানকার ভাড়া প্রতি মাসে ৮৫ হাজার করে। সেই টাকাও হাতে ছিল না মনমীতের। এসবের কারণেই শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেন টেলি অভিনেতা।

.