রাজপাল যাদবকে দশদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদবকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক ব্যবসায়ীর আনা প্রতারণা সংক্রান্ত মামলায় আদালতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ বিচারপতি রাজপালকে ১০ দিনের জেলের শাস্তি দিলেন।
বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদবকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক ব্যবসায়ীর আনা প্রতারণা সংক্রান্ত মামলায় আদালতে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ বিচারপতি রাজপালকে ১০ দিনের জেলের শাস্তি দিলেন।
তিন বছর আগে এম জি আগরওয়ালের নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকার ধার নেন রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা যাদব। ধার নেওয়ার কারণ হিসাবে রাজপাল দেখান `আতা পাতা লা পাতা`নামের এক সিনেমা তৈরির জন্য। ২০১২ সালে এই সিনেমাটি রিলিজও হয়। কিন্তু টাকা ফেরত দেননি রাজপাল। এমন অভিযোগ করে আদালতের দ্বারস্থ হন সেই ব্যবসায়ী। নিয়ম মেনে আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু ছ মাসের মধ্যে একবারও আদালতে যাননি রাজপাল। সেই মামলায় মিথ্যা বয়ান দেওয়ার দায়ে আজ রাজপাল যাদব ও তাঁর স্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট৷
বলিউডে ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন রাজপাল। বেশ কিছু সিনেমায় মুখ্য ভূমিকাতেও অভিনয় করেছেন।