বিমল বসু: বাংলাদেশে রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপানউতোরের কারণে বড় রকমের ধাক্কা খেতে বসেছে বসিরহাট ঘোজাডাঙা বর্ডারে আমদানী রপ্তানি বানিজ্য। পাশাপাশি ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে পর্যটক কম আসার ব্যাপক ভাবে ক্ষতির মুখে পড়েছে মানি এক্সচেঞ্জ ব্যাবসায়ী এবং ছোট বড় দোকান ও হোটেল ব্যবসায়ীরা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Sex Worker Death: রাতে লিভ-ইন-পার্টনারের সঙ্গে... যৌনকর্মীর রহস্য়মৃত্যু!
প্রশাসন ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক জায়গাতে সাম্প্রদায়িক ঘটনার কারণে বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙায় আমদানি ও রপ্তানি দু’দেশের মধ্যে পণ্য নিয়ে চলাচল অনেকটাই কমে গেছে। ভিসা না পাওয়ায় কারণে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর ফলে ঘোজাডাঙায় থাকা বিভিন্ন ব্যবসায়ীদের কপালে হাত। তাদের কথায়,পণ্যবাহী লরি কমার পাশাপাশি ঢাকায় গন্ডগোলের জেরে পর্যটকের সংখ্যা কমেছে।
কাজ না থাকায় বসে গেছে লরি শ্রমিক। সারাদিনে ঘোজাডাঙা বর্ডার দিয়ে হাজার বারোশো যাত্রী যাতায়াত করত। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় দেড়শ। ঘোজাডাঙার ব্যবসায়ী তথা ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মন্ডল জানান, 'বাংলাদেশের টাকার দাম কমে যাওয়ায় কারণে আমদানী-রপ্তানির বড় ক্ষতি হচ্ছে। ব্যবসা অর্ধেক হয়ে গেছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)