সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেত্রী শ্বেতা মেনান
এক সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেনান। বলিউডে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করা শ্বেতা অভিযোগ করেন কেরলের কোলাম অঞ্চলের এক জলসায় তাঁকে শ্লীলতাহানি করেন স্থানীয় এক সাংসদ।
এক সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেনান। বলিউডে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করা শ্বেতা অভিযোগ করেন কেরলের কোলাম অঞ্চলের এক জলসায় তাঁকে শ্লীলতাহানি করেন স্থানীয় এক সাংসদ।
অভিযোগ ওই জলসায় শ্বেতাকে বিভিন্ন অজুহাতে গায়ে হাত দিচ্ছিলেন এক সাংসদ। শ্বেতা বিরক্তি প্রকাশ করলেও সেই সাংসদ একই কাজ করতে থাকেন। শ্বেতা অবশ্য সেই সাংসদের নাম প্রকাশ করতে রাজি হননি। কিন্তু মিডিয়া ফুটেজে দেখা যায় কংগ্রেস সাংসদ এন পেথাম্বারা এই কাজ করেছেন। ৭৩ বছরের অভিযুক্ত সাংসদ অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করে বলেন, অভিনেত্রীকে তিনি একটা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু প্রচন্ড আওয়াজের জন্য তা শুনতে না পাওয়ায় তাকে বারবার শ্বেতার গায়ে হাত দিতে হচ্ছিল।
জনপ্রিয় এই অভিনেত্রী অবশ্য বলছেন, আমি সেই ঘটনায় সত্যি অস্বস্তি ও অপমানিত বোধ করেছি। শ্বেতার পাশে দাঁড়িয়েছে মালায়ালাম সিনেমার কলাকুশলীরা।