Weather: কলকাতায় বড়সড় পারা পতন, পারদ নামল... প্রথম স্পেলেই হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস!
Winter in Bengal | Kolkata Winter Temperature: দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর ঘর থেকে নেমে ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা রাতে ৩৮ শতাংশ এবং দিনের বেলা ৯৩ শতাংশ।
অয়ন ঘোষাল: মিলল পূর্বাভাস। কলকাতায় রাতের পারদ নেমে গেল ১৮-র ঘরে। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় ১৩-র ঘরে নামল পারদ। উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশা। শীতের আমেজের প্রথম স্পেল অন্ততঃ আগামী ৮ দিন থাকছে বলে আশ্বাস আলিপুর হওয়া অফিসের।
সিস্টেম
পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। সেই হওয়া আপাতত অবাধে বইছে বঙ্গে।
দক্ষিণবঙ্গে
মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই গোটা সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। আগামী ৭২ ঘণ্টায় আরো পারদ পতন। পশ্চিমের জেলায় পতনের সূচক বেশি। গাঙ্গেয় বঙ্গে পতনের সূচক সেই অনুপাতে কিছুটা কম। আগামী ৭২ ঘণ্টায় আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।
উত্তরবঙ্গ
ঘন কুয়াশার সতর্কতা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ এই গোটা সপ্তাহ। বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা
মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। আরো নামল দিন ও রাতের পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৯ থেকে নেমে ১৮.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর ঘর থেকে নেমে ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা রাতে ৩৮ শতাংশ এবং দিনের বেলা ৯৩ শতাংশ।
ভিন রাজ্যে
কেরল ও মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল ও কর্ণাটকে। ঘন কুয়াশার দাপট পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় ও বিহারে। উত্তর প্রদেশ রাজস্থান ও হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশ ও সিকিমে কুয়াশার দাপট বেশি থাকবে।
আরও পড়ুন, Chuchura: মন্দিরে চুরি করে বের হতেই রাস্তায় পড়ে ছটফট করতে লাগল চোর, তীব্র চাঞ্চল্য চুঁচুড়ায়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)