স্টেম সেল সংরক্ষণের পক্ষে প্রচার ঐশ্বর্যর

Updated By: Jul 28, 2014, 06:38 PM IST
স্টেম সেল সংরক্ষণের পক্ষে প্রচার ঐশ্বর্যর

এর আগে মরণোত্তর চক্ষুদান, পালস পোলিওর মতো বিষয় নিয়ে প্রচার চালিয়েছেন ঐশ্বর্য রাই। এবার স্টেম সেল সংরক্ষণের পক্ষে জোর গলায় নিজের মতামত জানালেন তিনি।

রবিবার ১,০০,০০০ আম্বিলিকাল কর্ড স্টেম সেল ইউনিট সংরক্ষণ উদযাপন অনুষ্ঠানে ঐশ্বর্য বলেন, "যখন আমি সন্তান ধারণের সিদ্ধান্ত নিই তখন আমরা এই বিষয়ে কিছু পড়াশোনা করেছিলাম। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। আমরা আরাধ্যার স্টেম সেল সংরক্ষণ করেছি। এটা খুবই ছোট্ট কিন্তু অমূল্য উপহার যা আমরা সন্তানদের দিতে পারি। যারাই ভবিষ্যতে মা, বাবা হওয়ার কথা ভাবছেন তাঁদের প্রত্যেকের স্টেম সেল ব্যাঙ্কিং সম্পর্কে সচেতন হওয়া উচিত্। আম্বিলিকাল কর্ডের অর্থাত্‍ নাড়ির স্টেম সেল প্রকৃতির সম্পদ। আমাদের উচিত্ সেই সম্পদ সংরক্ষণ করা।"

এ দিন ছিল অভিভাবকদের দিন(Parent's Day)। লাল শাড়ি, কাল ব্লাউজ, মাথায় ফুল, টিপে দক্ষিণী কায়দায় ঐশ্বর্যর সাজও ছিল সনাতন ভারতীয় মায়ের সাজ। বললেন, "আমার কাছে প্রতিদিনই অভিভাবকদের দিন। আমাদের জীবনে যখন এত সুন্দর এরটা অভিজ্ঞতা হয়েছে, প্রতি সপ্তাহে, প্রতিদিন সেই অনুভব উদযাপন করা উচিত্‍।"

.