মুক্তি পেল জযবা ট্রেলর, ফিরলেন অ্যাশ
গতকালই টুইটারে নিদের আগামী ছবি জযবার ট্রেলর মুক্তির কথা ঘোষণা করেছিলেন সঞ্জয় গুপ্তা। সেই অনুযায়ী আজ দুপুর ১টায় প্রকাশিত হল ট্রেলর। ২০১১ সালে গুজারিশ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। চার বছর পর একেবারে অন্য ভূমিকায় পর্দায় ফিরলেন তিনি। 'পাওয়ার প্যাকড' অ্যাকশন ট্রেলরই বলে দিচ্ছে সেই কথা।

