মুক্তি পেল জযবা ট্রেলর, ফিরলেন অ্যাশ

গতকালই টুইটারে নিদের আগামী ছবি জযবার ট্রেলর মুক্তির কথা ঘোষণা করেছিলেন সঞ্জয় গুপ্তা। সেই অনুযায়ী আজ দুপুর ১টায় প্রকাশিত হল ট্রেলর। ২০১১ সালে গুজারিশ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। চার বছর পর একেবারে অন্য ভূমিকায় পর্দায় ফিরলেন তিনি। 'পাওয়ার প্যাকড' অ্যাকশন ট্রেলরই বলে দিচ্ছে সেই কথা।

Updated By: Aug 25, 2015, 03:31 PM IST
মুক্তি পেল জযবা ট্রেলর, ফিরলেন অ্যাশ

ওয়েব ডেস্ক: গতকালই টুইটারে নিদের আগামী ছবি জযবার ট্রেলর মুক্তির কথা ঘোষণা করেছিলেন সঞ্জয় গুপ্তা। সেই অনুযায়ী আজ দুপুর ১টায় প্রকাশিত হল ট্রেলর। ২০১১ সালে গুজারিশ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। চার বছর পর একেবারে অন্য ভূমিকায় পর্দায় ফিরলেন তিনি। 'পাওয়ার প্যাকড' অ্যাকশন ট্রেলরই বলে দিচ্ছে সেই কথা।

একদিকে উকিল, অন্যদিকে মা। এই দুই কর্তব্যের টানাপোড়েনে পড়া অ্যাডভোকেট অনুরাধা ভার্মার চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য্য। মেয়ের জীবন বাঁচাতে ফাঁসির সাজাপ্রাপ্ত খুনির আসামীর মামলা ল়ডতে বাধ্য হতে হয় তাকে। অন্যদিকে, কাজ থেকে বহিষ্কৃত এক পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। ছবিতে রয়েছেন শাবানা আজমি জ্যাকি শ্রফও।

চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালক সঞ্জয় গুপ্তার সঙ্গে ছবির প্রচারও করেন ঐশ্বর্য্য। আগামী ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবি।

দেখুন ট্রেলর,

.