রবীন্দ্রনাথের 'ওরে গৃহবাসী' গানের সঙ্গে নাচল ঐশ্বর্য কন্যা আরাধ্যা

 একটি সুন্দর কবিতা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আবৃত্তি করতে শোনা গেল ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 21, 2019, 05:54 PM IST
রবীন্দ্রনাথের 'ওরে গৃহবাসী' গানের সঙ্গে নাচল ঐশ্বর্য কন্যা আরাধ্যা

নিজস্ব প্রতিবেদন : ''আমি এক কন্যা, আমিই হলাম নতুন যুগের স্বপ্ন, আমরা নতুন পৃথিবীতে জেগে উঠব। যে পৃথিবীতে আমরা সুরক্ষিত থাকব, ভালোবাসা পাব। যেখানে পুরুষের অহরংকার ও অবহেলা আমাদের দমিয়া রাখবে না। যে পৃথিবীতে বই থেকে জ্ঞান আসবে, মানবতা পাখির মতোই স্বাধীনভাবে উড়তে পারবে।''...এমন একটি সুন্দর কবিতা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আবৃত্তি করতে শোনা গেল ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে।

শুক্রবার আরাধ্যার গলায় এমন সুন্দর আবৃত্তিতে মুগ্ধ হলেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। আরাধ্যার আবৃত্তি দর্শকাসনে বসে মন দিয়ে শুনতে দেখা গেল দাদু অমিতাভ বচ্চন, বাবা অভিষেক বচ্চন, মা ঐশ্বর্য সহ অন্যান্যদের। আরাধ্যর আবৃত্তিতে উঠে এল এক নতুন পৃথিবী তৈরি করার কথা, যেখানে মহিলারা সুরক্ষিত থাকবে। পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। তাঁদের আওয়াজকে দমিয়ে রাখা হবে না। যেখানে 'নির্ভয়া কাণ্ড'-এর মতো কোনও হিংস্র, ঘৃণ্য ঘটনা ঘটবে না। 

আরও পড়ুন-আরাধ্যা, আব্রামকে নিয়ে স্কুলে বার্ষিক অনুষ্ঠানে হাজির ঐশ্বর্য ও শাহরুখ-গৌরী

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এখানেই শেষ নয়, আবৃত্তির পর সহপাঠীদের সঙ্গে রবীন্দ্রনাথের 'ওরে গৃহবাসী' গানের সঙ্গে নাচতেও দেখা গেল আরাধ্যাকে। 

আরও পড়ুন-শ্বশুরবাড়িতে গিয়ে গো-মাংস খেয়ে ফেসবুকে পোস্ট, বিতর্কে সৃজিত মুখোপাধ্যায়

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে শুধু ঐশ্বর্য কন্যা আরাধ্যাই নয়, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এদির পারফর্ম করতে দেখা যায় শাহরুখ পুত্র ছোট্ট আব্রামকেও। 

.