প্যারিস ফ্যাশান উইকে নজর কাড়লেন রাই

 প্যারিস ফ্যাশান উইকে ফের একবার নিজের জলবা দেখালেন রাই।

Updated By: Sep 29, 2019, 05:56 PM IST
প্যারিস ফ্যাশান উইকে নজর কাড়লেন রাই

নিজস্ব প্রতিবেদন: তিনি ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪-এ 'মিস ওয়ার্ল্ড' হওয়ার সময় থেকে আজ ২০১৯, 'রাই সুন্দরী' সৌন্দর্য বেড়েছে বৈ কমেনি। সম্প্রতি, প্যারিস ফ্যাশান উইকে ফের একবার নিজের জলবা দেখালেন রাই।

ইতালিয়ান ফ্যাশান ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে র‍্যাম্পে হাঁটলেন ঐশ্বর্য রাই বচ্চন। র‍্যাম্পে নজর কাড়ল ঐশ্বর্যর চোখের মেকআপ। র‍্যাম্পে হাঁটতে হাঁটতেই দর্শকদের উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিলেন 'রাই'।

আরও পড়ুন-অনুরাগের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর প্রেমিক গাই হার্সবার্গের সন্তানের মা হচ্ছেন কালকি

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এবছর  'প্যারিস ফ্যাশান উইক' অনুষ্ঠিত হয় ঐতিহাসিক প্রতিষ্ঠান মোনে দে প্যারিস-এ।  প্যারিস ফ্যাশান উইকে ঐশ্বর্য রাই বচ্চন হাঁটার কয়েকদিন আগেই সেখানে র‍্যাম্পে হাঁটতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। খুব শীঘ্রই ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যাবে মণিরত্নমের তামিল ছবি 'পন্নিয়ান সেলভান'-এ।

আরও পড়ুন-একই বাড়িতে জোড়া খুন, দুই 'পাপ'-এর সাক্ষীই পূজা!

.