আরাধ্যাকে নিয়ে প্যারিসে পাড়ি দিলেন ঐশ্বর্য

ডিজনিল্যান্ডে মেয়েকে নিয়ে যান রাই

Updated By: Jul 11, 2018, 10:33 AM IST
আরাধ্যাকে নিয়ে প্যারিসে পাড়ি দিলেন ঐশ্বর্য

নিজস্ব প্রতিবেদন : আরাধ্যাকে নিয়ে এবার প্যারিস গেলেন ঐশ্বর্য রাই বচ্চন। আর প্যারিসে গিয়েই মেয়েকে নিয়ে সোজা ডিজনিল্যান্ডে পাড়ি দিলেন রাই সুন্দরী। ডিজনি থেকেই আরাধ্যার ছবি ও ভিডিও শেয়ার করলেন ঐশ্বর্য। আরাধ্যার সেই ডিজনিল্যান্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই, রাই-এর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে।

আরও পড়ুন : ক্যান্সারের থাবা, সোনালি বেন্দ্রেকে দেখলে চিনতে পারবেন না

দেখুন সেই ভিডিও..

 

এদিকে সম্প্রতি প্যারিস গিয়ে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে পোজ দেয় আরাধ্যা বচ্চন। দেখুন সেই ছবি..

 

 

অন্যদিকে প্যারিসে যখন মেয়েকে নিয়ে ব্যস্ত ঐশ্বর্য, সেই সময় বচ্চন পরিবারের অন্যরাও কিন্তু ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। সম্প্রতি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, নভ্যা নভেলি এবং অগ্যস্তকে একসঙ্গে দেখা যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন বিগ বি নিজে।

.