মা ঐশ্বর্যর কামব্যাক
বছরের শুরু থেকেই প্রশ্নটা ঘুরছিল সকলের মুখে মুখে। আর কতোদিন? শেষ পর্যন্ত এল সেই খবর।
বছরের শুরু থেকেই প্রশ্নটা ঘুরছিল সকলের মুখে মুখে। আর কতোদিন? শেষ পর্যন্ত এল সেই খবর। দীর্ঘ দেড় বছর পর অভিনয়ে ফিরছেন ঐশ্বর্য। মনিরত্নমের হাত ধরেই নিজের মাতৃত্ব পরবর্তী ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
১৯৩৮ সালে লেখা ডাফনে ডু মুরিয়ের উপন্যাস `রেবেকা` নিয়ে ছবি করছেন মনি। আর এই ছবিতেই মূখ্য চরিত্র মিসেস দি উইন্টারের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বর্য। ভিক্টোরিয়ান প্রেক্ষাপটে সদ্যবিবাহিত এক মহিলার জীবনের কাহিনি রেবেকা। হাউসমেডের কাছ থেকে ক্রমাগত স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে তুলনা শুনতে শুনতেই মিসেস উইন্টার একদিন আবিষ্কার করেন স্বামীর ভালোবাসা। এই কাহিনিকেই একবিংশ শতাব্দীর ভারতীয় প্রেক্ষাপটের উপযুক্ত করে চিত্রনাট্য লেখার কাজেই আপাতত ব্যস্ত মনিরত্নম।
প্রসঙ্গত, মনিরত্নমের ছবি `ইরুভার` দিয়েই ১৯৯৭ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। মাতৃত্বকালীন ব্রেকে যাওয়ার আগে তাঁর শেষ ছবি `রাবন`ও ছিল মনির পরিচালনায়। কাজেই অভিনয়ে ফেরার জন্য ঐশ্বর্যর পছন্দ আর কেই বা হতে পারতেন!