বলিউডে বাড়ি কেনার হিড়িক! ৬০ কোটির বাংলো কিনলেন Ajay Devgan

স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে মহারাষ্ট্রের সরকার

Updated By: May 31, 2021, 10:24 AM IST
বলিউডে বাড়ি কেনার হিড়িক! ৬০ কোটির বাংলো কিনলেন Ajay Devgan

নিজস্ব প্রতিবেদন: দেশের কোভিড পরিস্থিতিতে একদিকে যখন হাহাকার তখন বলিউড সেলেবদের নতুন বাড়ি কেনায় বিনিয়োগ চলছেই। জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার বিলাসবহুল বাড়ি কেনার তালিকায় জুড়ল অজয় দেবগনের (Ajay Devgan) নামও। সূত্রের খবর, মুম্বইয়ের জুহুতে (Juhu Mumbai) ৬০ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনেছেন অজয়।

আরও পড়ুন:একাকীত্ব আর নয়, সুখ-দুঃখের কথা শুনতে বিশিষ্টদের ভাবনায় 'কান পেতে রই'

জানা যাচ্ছে, ৫৯০ স্কোয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি 'শক্তি' এর কাছাকাছিই। গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয় ও কাজল (Kajol)। অবশেষে তা হল। গত বছর নভেম্বরেই এই ডিল ফাইনাল হয়। এবং সব প্রক্রিয়া শেষে অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে অজয় ও তাঁর মায়ের নামে নথিভুক্ত ঐ বাংলো। সব মিলিয়ে নতুন বাংলোর সাজগোজে এখন ব্যস্ত বলিউডের এই দম্পতি। 

আরও পড়ুন: নীল-তৃণার 'এক মুঠো আশা', একাধিক প্রকল্প নিয়ে মানুষের পাশে পাওয়ার কাপল

.