বিরল রোগে আক্রান্ত শিশু, পাশে দাঁড়ালেন Ajay
ফের একবার বিরল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা অজয় দেবগণ।
নিজস্ব প্রতিবেদন : অ্যাকশান হিরো হিসাবে বহুবছর ধরে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন অজয় দেবগণ। তবে সমাজসেবক অজয়কে হয়ত অনেকেই চেনেন না। ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অজয়কে। ফের একবার বিরল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে এলেন অজয়।
নিজে সাহায্য করার পাশাপাশি অসুস্থ শিশু আয়াংশ গুপ্তার পাশে দাঁড়ানোর জন্য অনুরাগীদের কাছেও আবেদন করেছেন অজয়। তিনি টুইটে লেখেন, ''আয়াংশ গুপ্তাকে বাঁচান, ও স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে কঠিন অসুখে ভুগছে। চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তা বিশ্বের সবচেয়ে দামি ওষুধ। ওর চিকিৎসার জন্য ১৬ কোটি টাকার প্রয়োজন। আপনাদের সকলের অনুদান ওর উপকারে আসবে। অনুদানের জন্য একটি লিঙ্কও দেওয়া থাকল।''
#SaveAyaanshGupta, he has been suffering from Spinal Muscular Atrophy & needs the world’s most expensive drug. His treatment would cost around ₹16,00,00,000. Your donation can help them
Sharing donation links in the comments.
— Ajay Devgn (@ajaydevgn) April 14, 2021
Read More : https://t.co/UHAJ5yIwsH
Donate : https://t.co/f3dd3ESdvr
Paytm(Android Users Only) : https://t.co/smmDVNu0PT
NEFT / IMPS / RTGS
(From Banks in India only)
Account number: 700701717157379
Account name: Ayaansh Gupta
IFSC code: YESB0CMSNOC— Ajay Devgn (@ajaydevgn) April 14, 2021
এর আগে লকডাউনের সময়ও পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছিলেন অজয়। অনুদান হিসাবে দিয়েছিলেন ৫১ লক্ষ টাকা। শুধু তাই নয়, ধারাভি বস্তিতে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের খরচও বহন করেছিলেন অজয়।