close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আলিয়া-রণবীর, ভাইরাল ছবি

মুখোপাধ্যায় বাড়ির পুজোয় দেখা যায় আলিয়া-রণবীর জুটিকেও।

Updated: Oct 9, 2019, 04:27 PM IST
মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আলিয়া-রণবীর, ভাইরাল ছবি

নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছরের মত এবারও নিয়ম মেনে মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতে ধুমধাম করে পালিত হয়েছে দুর্গাপুজোর অনুষ্ঠান। পুজোর অনুষ্ঠানে শুধু রানি মুখোপাধ্যায়  কাজল, শর্বাণী মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়ের মত শুধু পরিবারের সদস্যরাই নয়, হাজির ছিলেন বলিউডের তারকারাও। মুখোপাধ্যায় বাড়ির পুজোয় দেখা যায় আলিয়া-রণবীর জুটিকেও।

মুখোপাধ্যায় বাড়ির পুজোর অনুষ্ঠানে রণবীরের উপস্থিতির ছবি উঠে এসেছে Zee ২৪ ঘণ্টার পর্দায়। সেখানে বন্ধু তথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় রণবীর কাপুরকে। সেখান অয়ন মুখোপাধ্যায়ের কাকা সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় রণবীরকে। প্রতিমার সামনে হাঁটু গেড়ে বসে প্রণামও সারেন রণবীর। উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে হাতও নাড়েন।

 

তবে শুধু রণবীর কাপুরই নন, তাঁর সঙ্গে মুখোপাধ্যায়  বাড়ির পুজোয় হাজির হন প্রেমিকা আলিয়া ভাটও। লাল শাড়িতে সেদিন ভীষণই সুন্দর দেখাচ্ছিল আলিয়াকে। এদিন রানি, হৃত্বিক সহ মুখোপাধ্যায় পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গেই ছবি তুলতে দেখা যায় আলিয়াকে। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, খুব শীঘ্রই অয়ন রানি মুখোপাধ্যায়ের কাকার ছেলে অয়ন মুখোপাধ্য়ায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে।