২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন অমিতাভ বচ্চনের

সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুসরণকারীদের ২৫ বৈশাখ, এই বিশেষ দিনটির কথা মনে করিয়ে দিয়েছেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 8, 2020, 01:19 PM IST
২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন অমিতাভ বচ্চনের

নিজস্ব প্রতিবেদন : আজ ২৫ বৈশাখ, কবিগুরুর ১৫৯তম জন্মদিবস। করোনা প্রকোপে এবছর হয়ত কবির জন্মদিবস অন্যবারের মতো আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে না। তবুও সোশ্যাল মিডিয়ায় অনেকেই কবিকে শ্রদ্ধা জানিয়েছেন। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে ভোলেননি অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুসরণকারীদের ২৫ বৈশাখ, এই বিশেষ দিনটির কথা মনে করিয়ে দিয়েছেন।

কবিকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে বিগ বি লিখেছেন, ''গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর শুভেচ্ছা রইল। কবি, লেখক, দার্শনিক, শিক্ষাপ্রতিষ্ঠানের স্রষ্টা, খ্যাতিমান, জাতীয় সঙ্গীতের লেখক, রইল উষ্ণ শ্রদ্ধার্ঘ্য''।

তবে এই প্রথম নয়, প্রত্যেক বছরই ২৫ বৈশাখ, কবির জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে তাঁর উদ্দেশ্য শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে কিংবদন্তি অভিনেতাকে। অমিতাভ বচ্চন যে বিশ্বকবির একনিষ্ঠ ভক্ত তার প্রমাণ এর আগেও মিলেছে। এর আগে কবিকে শ্রদ্ধা জানিয়ে একবার 'একলা চলো রে' গানও গেয়েছিলেন বিগ বি। আবার কখনও শেয়ার করেছেন বিশ্বকবির গাওয়া জাতীয় সঙ্গীতের দুর্লভ ভিডিয়ো।

.