Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালে জমে থাকায় আর্বজনায় আগুন! আতঙ্ক...

Burdwan Medical College:  হাসপাতাল সূত্রে খবর, ততক্ষণে বিকেল গড়িয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার হঠাত্‍ আগুন জ্বলে ওঠে বর্ধমান মেডিক্যালে স্ত্রী ও প্রসূতি বিভাগে মাঝে,বেসমেন্টে। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে!

Updated By: Jan 9, 2025, 10:59 PM IST
 Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালে জমে থাকায় আর্বজনায় আগুন! আতঙ্ক...

পার্থ চৌধুরী: হাসপাতালে আর্বজনার স্তুপ! তাতে হঠাত্‍ আগুন লেগে গেল। আতঙ্কে রোগীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল। শেষপর্যন্ত অবশ্য আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালে কর্মীরাই। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন:  Sonarpur: বিরল রোগে আক্রান্ত ৮ মাসের মেয়ে; ভ্যাকসিনের দাম ১৬ কোটি টাকা, অকূল পাথারে সোনারপুরের দম্পতি

হাসপাতাল সূত্রে খবর, ততক্ষণে বিকেল গড়িয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার হঠাত্‍ আগুন জ্বলে ওঠে বর্ধমান মেডিক্যালে স্ত্রী ও প্রসূতি বিভাগে মাঝে,বেসমেন্টে। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে! আতঙ্কিত হয়ে পড়ে রোগীর পরিজনেরা। তবে বড় কোনও ঘটনা ঘটেনি। হাসপাতালে কর্মী ও রোগী পরিজনরাই আগুন নিভিয়ে ফেলেন। পরে ঘটনাস্থলে পড়ে দমকলের এক ইঞ্জিন। 

আরও পড়ুন:  Bengal Weather: দুই ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে কাঁপছে শীত! পৌষের কাছাকাছি রোদ-মাখা সেই দিন আর কি ফিরবে?

কীভাবে অগ্নিকাণ্ড?  সুপার তাপস ঘোষ বলেন, 'ডেলিভার ওয়ার্ডের একদম নীচে সিঁড়িতে ওঠার মুখে রোগীর বাড়ি লোকেরা দাঁড়িয়ে বসে থাকে। একটা জায়গায় হয়তো প্লাস্টিক জড়ো হয়ে গিয়েছিল। বিড়ি খেয়ে ফেলে দিয়েছিল। আগুন লেগে গিয়েছিল। অল্পমাত্রায় লেগেছিল। আমাদের নিরাপত্তারক্ষীরাই নিভিয়ে ফেলে। তবুও দমকল এসেছিল'। জানান, ইলেকট্রিকের তার ছিল, খুব বড় ধরণের না হয় সেজন্য তত্‍পরতার সাথেই আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.