জাতীয় পতাকায় টুইটার হ্যান্ডেল ভরিয়ে দিলেন অমিতাভ বচ্চন

 গোটা দেশ স্যালুট জানিয়েছে সেনাবাহিনীকে।

Updated By: Feb 27, 2019, 01:36 PM IST
জাতীয় পতাকায় টুইটার হ্যান্ডেল ভরিয়ে দিলেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় জঙ্গি হামলার পর বদলার আগুনে ফুঁসছিল গোটা দেশ। ছেড়ে কথা বলেনি ভারতীয় সেনাও। বালাকোটের জঙ্গি ঘাঁটিতে পত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা বাহিনী। সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তান সীমান্তে ঢুকে উড়িয়ে দেওয়া বেশকিছু জইশ-ই-মহম্মদ বেশকিছু জঙ্গিঘাঁটি। দেশের বায়ুসেনার এই পদক্ষেপে গোটা দেশ স্যালুট জানিয়েছে সেনাবাহিনীকে। বাদ যাননি সেলিব্রিটিরাও।

আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইক ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিলেন কঙ্গনা

বুধবার নিজের ১১৮টি জাতীয় পতাকা দিয়ে নিজের টুইটার হ্যান্ডেল ভরিয়ে দিয়েছেন বিগ-বি অমিতাভ বচ্চন। এভাবেই দেশের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন তিনি।

প্রসঙ্গত, পুলওয়ামা জঙ্গি হামলার পর শহিদদের পরিবারের জন্য ২.৫ কোটি টাকা অর্থ সাহায্য করেন অমিতাভ বচ্চন। তবে শুধু অমিতাভ বচ্চনই নন, অক্ষয় কুমার, সলমন খান, লতা মঙ্গেশকর সহ অনেকেই শহিদদের পরিবারকে অর্থ সাহায্য করেছেন। এমনি জানা যাচ্ছে শাহরুখ খানও নাকি শহিদদের পরিবারকে ১৫ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন। যদিও এবিষয়ে শাহরুখ নিজে অবশ্য কিছু জানাননি। এক কংগ্রেস নেতার টুইটার পোস্ট থেকে একথা জানা যায়।

আরও পড়ুন-বাংলায় এই দাদাগিরির জন্যই বাংলা ছবির ক্ষতি হচ্ছে, মত বলিউড অভিনেতা সুব্রত দত্তর

.