সার্জিক্যাল স্ট্রাইক ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিলেন কঙ্গনা

 এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ভারতীয় বায়ু সেনাকে স্যালুট জানিয়েছেন অনেকেই। 

Updated By: Feb 26, 2019, 06:26 PM IST
সার্জিক্যাল স্ট্রাইক ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিলেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। এই ঘটনায় উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। বলিউড থেকে টলিউড সমস্ত তারকারাই এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ভারতীয় বায়ু সেনাকে স্যালুট জানিয়েছেন। 

মঙ্গলবার সকালে কম-বেশি প্রায় সকলেরই এই সার্জিক্যাল স্ট্রাইকের খবরেই ঘুম ভাঙে। আর এরপরেই বায়ু সেনাকে স্যালুট জানিয়ে টুইট করেন উচ্ছ্বসিত তারকারা। এই তালিকা থেকে বাদ যান নি মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে তিনি ভারতীয় সেনাকে স্যালুট জানানোর পাশাপাশি এই রকম একটা সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন-ভারতীয় বায়ু সেনাকে স্যালুট জানালেন টালিগঞ্জের তারকারা

কঙ্গনার কথায়, '' এই নায়কোচিত প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনাকে আমরা স্যালুট জানাচ্ছি। এধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে এভাবে লড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ। যে আমাদের দেশকে খারাপ চোখে দেখবে, তাদের চোখ উপড়ে নেওয়া হবে।''

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় ৪৯ জন ভারতীয় সেনার। 

আরও পড়ুন-বাংলায় এই দাদাগিরির জন্যই বাংলা ছবির ক্ষতি হচ্ছে, মত বলিউড অভিনেতা সুব্রত দত্তর

.