২১০০ জন কৃষকের ঋণ শোধ করলেন অমিতাভ বচ্চন

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারে হাতে তুলে দিলেন টাকা...

Updated By: Jun 13, 2019, 10:34 AM IST
২১০০ জন কৃষকের ঋণ শোধ করলেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদন: কথা দিয়েছিলেন, সেইমতোই ব্যবস্থাও নিলেন বিগ বি। বিহারের ২১০০ কৃষকের ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ শোধ করে দিলেন বলিউডের শাহেনশা। নিজের ব্লগে একথা জানিয়েছেন অমিতাভ বচ্চন।  

বুধবার নিজের বাসভবনে মেয়ে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের হাত দিয়ে এই চেক কৃষকদের হাতে তুলে দেন অমিতাভ বচ্চন। কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার বেশকিছু ছবিও নিজের ব্লগে দিয়েছেন তিনি। এই ঋণ শোধের বিষয়টি কৃষকদের জন্য তাঁর উপহার হিসাবেই বর্ণতা করেছেন অভিনেতা। 

তবে এই প্রথম নয়, এর আগে গত বছর উত্তরপ্রদেশের কৃষকদের ঋণও শোধ করেছিলেন অমিতাভ বচ্চন। এদিকে শুধু কৃষকদেরই পুলওয়ামাকাণ্ডে মৃত জওয়ানদের স্ত্রীদের হাতেও টাকা তুলে দেন বিগ বি। নিজের ব্লগে ৭৬ বছরের অভিনেতা লিখেছেন, আরও একটা প্রতিশ্রুত পূরণ হল।

প্রসঙ্গত খুব শীঘ্রই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর-আলিয়াদের সঙ্গে দেখা যাবে বিগ বি-কে। 

.