বিগ বি-র জন্মদিনে হিট 'বচ্চন সেলফি'

Updated By: Oct 11, 2014, 07:33 PM IST
বিগ বি-র জন্মদিনে হিট 'বচ্চন সেলফি'
অভিষেক বচ্চনের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত এই ছবিটি

 

ওয়েব ডেস্ক: ভারতীয় সিনেমার বেতাজ বাদশা। তাঁর আবেদনের কাছে হার মেনেছে বয়স। আজ তাঁর জন্মদিন। ৭২-এ পা দিলেন অমিতাভ বচ্চন। আর বিগ বি-র জন্মদিনে সোশাল নেটওার্কিং সাইটে জোর হিট হল বচ্চন সেলফি। অভিষেক বচ্চনের তোলা এই সেলফিতে দেখা গেল বার্থ ডে বয় অমিতাভকে, সঙ্গে বচ্চন পরিবার।

"The Birthday boy. #happybirthdayBigB" এই ক্যাপশন দিয়ে সেলফিটি আপলোড করেছেন অভিষেক বচ্চন। অভিষেকের সঙ্গে এই বচ্চন সেলফিতে আছেন অমিতাভ, জয়া, শ্বেতা, ঐশ্বর্যা।

এই বচ্চন সেলফিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে বেশ শেয়ার হচ্ছে। রাত থেকেই ফেসবুক, ট্যুইটারে শুভেচ্ছার বন্যা। প্রতীক্ষার সামনে সকাল থেকে অগনিত ভক্তের ভিড়। জমছে উপহারের স্তুপ।

ভারতীয় সিনেমার বেতাজ বাদশা। তাঁর আবেদনের কাছে হার মেনেছে বয়স। আজ তাঁর জন্মদিন। বাহাত্তরে পা দিলেন অমিতাভ বচ্চন। জন্মদিনে অমিতাভ বচ্চন খোলামেলা মেজাজে অনেক কথা বললেন সেগুলিই থাকল এক নজরে---

জন্মদিনে নিয়ে- আপনাদের অশেষ ধন্যবাদ। আজ অনেক সেজেগুজে এসেছি। ঘরের ভিতরটাও সাজিয়েছি। সবার কাছ থেকে যত ফুল পাই সেগুলো সব গুছিয়ে রাখি, তারপর সেসব ফুলগুলো হসপিটালে রোগিদের কাছে পাঠিয়ে দিই।

প্রিয় উপহার- প্রিয় উপহার হল তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে পারা। এই জন্মদিনেও তাই করছি। তবে সবচেয়ে সুন্দর উপহার হল নাতনী আরাধ্যা যেটা দেয় সেটা। দেখি ঘরে যাই দেখি আরাধ্যা কী উপহার দেয়।

উপোশ প্রসঙ্গে-- আগে করওয়াচতের জন্য উপোশ (ব্রত) রাখতাম, কিন্তু এখন একগাদা ওষুধ খেতে হয় বলে আর উপোশ (ব্রত) করতে পারি না।

কেক কাটা নিয়ে- বাবা বলত, কেক কাটা হল নতুন জমানার জিনিস। ( কেক কাটনা নয়া জামানা কি চিজ হ্যায়)

ভক্তদের নিয়ে- জানি না আমি এমন কী করেছি, যার জন্য আমি এত ভালবাসা পাই। আমি এর জন্য কৃতজ্ঞ ওদের কাছে। আমি আমার কাজ আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে যাব

নোবেল জয়ী কৈলাস সত্যার্থী ও মালালা প্রসঙ্গে- আমার মনে হয় ওরাসমাজের জন্য অনেক কিছু করেছেন। আমিও ওদের জন্য কৃতজ্ঞ।

.