অমর সিংয়ের মৃত্যুতে সাদকালো ছবিতে মাথা নত করে শোকজ্ঞাপন অমিতাভ বচ্চনের
ছবিতে মাথা হেঁট করে থাকতে দেখা গিয়েছে বিগ বি-কে।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিং। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করে টুইটারে একটি সাদাকালো ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন। ছবিতে মাথা হেঁট করে থাকতে দেখা গিয়েছে বিগ বি-কে।
একসময়ের পারিবারিক বন্ধুর মৃত্যুতে মাথা নত করে শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ। তবে শোকজ্ঞাপন করে অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় কোনও কথাই লিখতে দেখা যায়নি। মৌনতা রেখে মাথা নত করে শুধু প্রার্থনা করেছেন বলিউডের শাহেনশা। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু না লিখলেও বিগ বি অবশ্য নিজের ব্লগে লিখেছেন, ''আমি শোকাহত, আমার মাথা নত হয়, কেবল প্রার্থনা করলাম, হৃদয়ের কাছের একজন মানুষ চিরকালের জন্য চলে গেলেন।''
আরও পড়ুন-গায়ের উপর দিয়ে চলে গেল ফ্যাশান ডিজাইনারের বিএমডব্লিউ, গুরুতর জখম ৩
আরও পড়ুন-বড় স্যুটকেস নিয়ে রাতেই চলে যায় রিয়া ও তাঁর পরিবার, জানাচ্ছেন বিল্ডিংয়ের সুপারভাইজার
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনকে একপ্রকার রাজনীতিতে এনেছিলেন সমাজবাদী পার্টির এই নেতা অমর সিং। মিস্টার বচ্চনকে তিনি বড় ভাইয়ের মতোই দেখেন বলে একসময় জানিয়েছিলেন অমর সিং। একসময় অমর সিংকে সমাজবাদী পার্টি থেকে বহিস্কার করা হয়। আর তারপরই অমিতাভ বচ্চনের সঙ্গে অমর সিংয়ের সম্পর্কে ফাটল ধরে। যদিও ২০১০ সালে অমর সিং বলেছিলেন, ''বচ্চন পরিবারের প্রতি আমার কোনও রাগ নেই। রাজনীতি আর পারিবারিক সম্পর্ক আলাদা। জয়া বচ্চন সমাজবাদী পার্টিতে থাকতে চাইলে থাকতে পারেন।''
যদিও পরবর্তীকালে তাঁর মন্তব্যে জয়া বচ্চনের প্রতি ক্ষোভ ধরা পড়ে। তিনি বলেন, ''জয়াজি কখনওই জনগণের নেত্রী ছিলেন না। তিনি তো মানুষকেই সহ্য করতে পারেন না। লোকজন তাঁর ছবি তুলতে এলে তিনি তাঁর ক্যামেরা কেড়ে নেন। যদি কোও ব্যক্তির গায়ে গন্ধ থাকে, তিনি তাঁকে তার থেকে দূরে সরে দাঁড়াতে বলেন, তিনি নিজেকে সবসময়ই অভিজাত শ্রেণির প্রতিপন্ন করার চেষ্টায় থাকেন। ''
যদিও আবার অমিতাভ বচ্চন, অমর সিংয়ের বাবার মৃত্যুর পর শোকবার্তা পাঠালে তিনি তাঁদের পরিবারের প্রতি খারাপ কথা বলার জন্য দুঃখপ্রকাশ করেন।