গায়ের উপর দিয়ে চলে গেল ফ্যাশান ডিজাইনারের বিএমডব্লিউ, গুরুতর জখম ৩

জানা যাচ্ছে, অভিযুক্ত বছর ২৯ এর ওই মহিলা পেশায় ফ্যাশান ডিজাইনার।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 2, 2020, 02:14 PM IST
গায়ের উপর দিয়ে চলে গেল ফ্যাশান ডিজাইনারের বিএমডব্লিউ, গুরুতর জখম ৩

নিজস্ব প্রতিবেদন : গায়ের উপর দিয়ে BMW চালিয়ে চলে গেল বছর ২৯ এক মহিলা। ঘটনায় গুরুতর জখম ৪ জন। দক্ষিণ দিল্লির অমর কলোনির ঘটনা। জানা যাচ্ছে, অভিযুক্ত বছর ২৯ এর ওই মহিলা পেশায় ফ্যাশান ডিজাইনার।

শুক্রবার রাত ১০টা নাগার দক্ষিণ দিল্লির লাজপত নগরের অমর কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনাটি। ঘটনার পর অভিযুক্ত ওই ফ্যাশান ডিজাইনার পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিস তাঁকে ধরে ফেলে। জানা যচ্ছে, ওই ফ্যাশান ডিজাইনারের নাম রোশনি অরোরা। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পেয়েছেন বলে খবর।

আরও পড়ুন-বড় স্যুটকেস নিয়ে রাতেই চলে যায় রিয়া ও তাঁর পরিবার, জানাচ্ছেন বিল্ডিংয়ের সুপারভাইজার

আরও পড়ুন-রিয়ার জন্য বাঙালি মেয়েদের নোংরা ভাষায় আক্রমণ, কড়া জবাব দিলেন নুসরত

যদিও ওই ফ্যাশান ডিজাইনারের মেডিক্যাল পরীক্ষায় কোনও অ্যালকোহলের সন্ধান পাওয়া যায়নি। মহিলা জানিয়েছেন, তিনি গাড়িতে আইসক্রিম খাচ্ছিলেন, তখন তাঁর পোষা কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। এক্সিলিটরটি চাপ পড়ে যাওয়াতেই এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি বেশকিছুটা আগে চলে যায়, আইসক্রিম বিক্রেতা সহ তিনজন জখম হন।

আরও পড়ুন-রাতদুপুরে মানালির বাড়ির সামনে চলল গুলি, পুলিস ডাকলেন কঙ্গনা

.