চিত্র পরিচালক অঞ্জন দাসের জীবনাবসান, শোকের ছায়া টলিউডে

জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক অঞ্জন দাসের জীবনাবসান। আজ সকাল ৬ টা ৪০ মিনিটে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের সংক্রমণে ভুগছিলেন তিনি।

Updated By: Jun 2, 2014, 11:07 AM IST

জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক অঞ্জন দাসের জীবনাবসান। আজ সকাল ৬ টা ৪০ মিনিটে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের সংক্রমণে ভুগছিলেন তিনি। তাঁর পরিচালিত ছবির মধ্যে অন্যতম সাঁঝবাতির রূপকথা, যারা বৃষ্টিতে ভিজেছিল, ফালতু, ইতি শ্রীকান্ত।

অঞ্জন দাসের জীবনাবসানের খবরে শোকের ছায়া টলিউডে। শোকপ্রকাশ করেছেন টলিউডের কলাকুশলীরা। বলিউড এবং টলিউডের শিল্পীদের একসঙ্গ নিয়ে ছবি করার যে ট্রেন্ড শুরু হয়েছিল তার অন্যতম পুরোধা ছিলেন তিনি। তাঁর ইচ্ছা ছিল শাহরুখ খান, সইফ আলি খান, রানি মুখার্জিকে নিয়ে একসঙ্গে ছবি করার, শেষ অবধি তা পূর্ণ হল না।

.