নিজস্ব প্রতিবেদন: ​আইসোলেশন ওয়ার্ডে রাখা হল অনুপম খেরের মা দুলারি খের-কে। কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বলিউড অভিনেতার মাকে আইলোশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালের তরফে। সোমবার সকালেই পাওয়া যায় এই খবর। তবে তাঁর পরিবারের অন্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান অনুপম খের।

আরও পড়ুন : করোনায় কামড়, কেমন আছেন ঐশ্বর্য-আরাধ্যা! জানালেন মহারাস্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

রবিবার একটি ভিডিয়ো বার্তায় অনুপম খের জানান, তাঁর পরিবারের ৪ জন করোনা পজিটিভ। অভিনেতার মা দুলারি খের বেশ কয়েকদিন ধরে অসুস্থতাবোধ করছিলেন। ফলে তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। জানা যায়, দুলারি খের করোনায় আক্রান্ত। মায়ের পর অনুপম খেরের গোটা পরিবার করোনা পরীক্ষা করান। সেখানেই ধরা পড়ে, অভিনেতার ভাই রাজু খের এবং তাঁর স্ত্রী, কন্যা করোনায় আক্রান্ত। তবে ভাল আছেন অনুপম খের। তাঁর স্ত্রী কিরণ খেরও পজিটিভ নন বলে জানা যায়।

আরও পড়ুন  : ফেরাতে পারেননি আলিয়ার ডাক, মহেশ ভাট-কন্যার আমন্ত্রণে হাজির হয়েই অশ্লীল কটাক্ষের মুখে করণ

এদিকে বচ্চন পরিবারের ৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হতেই শুরু হয়ে যায় জোর শোরগোল। অমিতাভ, অভিষেক ভর্তি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। অন্যদিকে ঐশ্বর্য এবং আরাধ্যা বাড়িতেই রয়েছেন। বাড়িতে থেকেই তাঁদের চিকিতসা করা হবে বলে জানান অভিষেক বচ্চন। 

এ বিষয়ে মহারাস্ট্রে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ঐশ্বর্য এবং আরাধ্যার শরীরে কোনও উপসর্গ নেই। সেই কারণে তাঁদের বাড়িতে রেখে চিকিতসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের তরফে। তবে তাঁদের উপর বিএমসির তরফে কড়া নজর রাখা হয়েছে  বলেও জানান মহারাসট্রের মন্ত্রী।

English Title: 
Anupam Kher’s Mother Has Been Shifted To COVID-19 Isolation Ward
News Source: 
Home Title: 

কোভিড ১৯-এ আক্রান্ত, আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন অনুপম খেরের মা

কোভিড ১৯-এ আক্রান্ত, আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন অনুপম খেরের মা
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No