৮০ হাজার ফলোয়ার্স কম! Twitter এর কাছে কারণ জানতে চাইলেন Anupam Kher

৩৬ ঘণ্টার মধ্যে হু হু করে ফলোয়ার্স কমেছে

Updated By: Jun 11, 2021, 10:52 AM IST
৮০ হাজার ফলোয়ার্স কম! Twitter এর কাছে কারণ জানতে চাইলেন Anupam Kher

নিজস্ব প্রতিবেদন: টুইটারে অনুপম খেরের (Anupam Kher) ফলোয়ার সংখ্যা ৮০ হাজার কমেছে। ৩৬ ঘণ্টার ব্যবধানে ফলোয়ারের (Followers) সংখ্যায় কার্যত ধস নেমেছে বলে দাবি অভিনেতার। বৃহস্পতিবার এই অভিযোগ সামনে আনলেন অনুপম খের। কারণ জানতে চেয়ে টুইট করলেন। 

টুইটার (Twitter) ও টুইটার ইন্ডিয়াকে ট্যাগ করে তিনি লেখেন, 'আমার ৮০ হাজারের বেশি ফলোয়ার কমেছে! আপনাদের অ্যাপে গন্ডগোল নাকি অন্য কিছু হচ্ছে! অভিযোগ করছিনা। পর্যবেক্ষণ মাত্র।' যদিও কেন এত কমল ফলোয়ার সংখ্যা সে সম্পর্কে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

আরও পড়ুন: স্বপ্নের নায়ক Sonu Sood!দেখা করতে হায়দ্রাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এলেন ভক্ত

প্রসঙ্গত, তথ্যচিত্র নির্ভর ছবি 'Bhuj: The Day India Shook' এ পরিচালকের ভূমিকায় থাকছেন অনুপম খের। চলতি সপ্তাহেই ট্রেলার প্রকাশ পেয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে ১১ই জুন রিলিজ করবে ছবিটি। 

আরও পড়ুন: 'শিল্পী হিসাবে আমায় ভেঙে, নতুন করে গড়েছেন বুদ্ধদা', চন্দন রায় সান্যাল

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.