ধর্মীয় ভেদাভেদ ভোলাতে শিশুর চোখ দিয়ে মনুষ্যত্বের সঙ্গে 'পরিচয়' করালেন অনুপম

ভাষা দিবসের ঠিক একদিন আগে প্রকাশ্যে এসেছে তাঁর নতুন সিঙ্গল 'পরিচয়'।

ধর্মীয় ভেদাভেদ ভোলাতে শিশুর চোখ দিয়ে মনুষ্যত্বের সঙ্গে 'পরিচয়' করালেন অনুপম

নিজস্ব প্রতিবেদন: ''যদিও ওরা তোমায় চিনতে চেয়ে / প্রশ্ন করে বলো তুমি কে/ হাসিমুখে জবাব দিও ভাই / সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই''। সম্প্রতি, ধর্মের ভেদাভেদ ভুলিয়ে সকলকে মনুষ্যত্বের সঙ্গে 'পরিচয়' করালেন গায়ক, লেখক অনুপম রায়। ভাষা দিবসের ঠিক একদিন আগে প্রকাশ্যে এসেছে তাঁর নতুন সিঙ্গল 'পরিচয়'।

গোটা দেশ যখন NRC, CAA বিতর্কে উত্তাল, ঠিক তখনই মনুষত্বের জয়গান করলেন অনুপম রায়। জাতি, ধর্ম নিয়ে ভেদাভেদ, আর ধর্ম নিয়ে রাজনীতির খেলায় উত্তাল দেশকে শিশুর চোখ দিয়েই পৃথিবী চেনালেন তিনি। মনুষ্যত্বই হোক মানুষের পরিচয় নিজের লেখা ও সুর দেওয়া এই গানের মধ্যে এটাই বলতে চাইলেন অনুপম রায়।

আরও পড়ুন-দাদাসাহেব ফালক ফাউন্ডেশন পুরস্কার ২০২০: সেরা অভিনেতা নির্বাচিত হৃত্বিক

অনুপম রায়ের কথায়, '' ১২ বছর আগেই গানটি লিখেছিলাম, তখন আমি এই জগতে আসিও নি। তবে বর্তমান সমাজিক অবস্থাই আবার এই গানকে ফেরাতে বাধ্য করেছে। চণ্ডীদাস থেকে লালন, রবীন্দ্রনাথ সকলেই যুগে যুগে গানের মাধ্যমেই মানবতার কথা বলেছেন।''

আরও পড়ুন-সোহমের সঙ্গে ঘর বাঁধছেন 'শ্রীমতি' স্বস্তিকা

.