Anupam Roy: 'তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন', অনুপমের নতুন গানে মনখারাপের সুর
ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান।
![Anupam Roy: 'তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন', অনুপমের নতুন গানে মনখারাপের সুর Anupam Roy: 'তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন', অনুপমের নতুন গানে মনখারাপের সুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/22/354952-anupamroy.jpg)
নিজস্ব প্রতিবেদন: বরাবরই তাঁর গানের কথায় উঠে এসেছে জীবনের কথা। তাঁর গানে বারবার ধরা দিয়েছে প্রেম থেকে বিচ্ছেদ, রাগ, দুঃখ, মান অভিমান। তিনি সুরকার, গীতিকার, সংগীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন তিনি। বিগত কয়েকদিন ধরে ব্যক্তিগত জীবনে কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তাঁর দুঃখে সামিল তাঁর অনুরাগীরাও।
মনখারাপের মাঝেই সোশ্যাল মিডিয়ায় অনুপম শেয়ার করলেন তাঁর নতুন গান 'আমি অনেক দূরের মানুষ /কাছে থাকি কিছুক্ষণ /তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন। /আমি নিজেই নিজেকে ঠকাই /ভুলে থাকি কিছুক্ষণ, /তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।' গানেও উঠে এল বিচ্ছেদের কথা। এই গানটি তিনি লিখেছেন, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি অনুসন্ধান-এর জন্য। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে, তাঁর বিপরীতে রয়েছেন পায়েল সরকার(Paayel Sarkar)। একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ঋদ্ধি সেন (Riddhi Sen), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), জয়দীপ মুখোপাধ্যায় (Joydip Mukherjee)। 'অনুসন্ধান'(Anusandhan) ছবির ট্রেলার দেখলেই স্পষ্ট হয়ে যায়, এ ছবির পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য। ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। সেই ছবিতেই শোনা যাবে এই গান। তবে আপাতত গানের কথাতেই মজেছেন অনুপমের অনুরাগীরা।
আরও পড়ুন: Viral Video: একে অপরকে সিঁদুরদান! প্রথা ভাঙলেন Rajkummar-Patralekhaa
গানের এই চারলাইন লেখা দেখে কোনও নেটিজেন লিখেছেন, 'হোক না যত আঁধার কালো, তবুও তুমি ভাল থেকো।', অন্য একজন লিখেছেন, 'অনেক ভালোবাসা আপনার জন্য', কেউ আবার লিখেছেন,'ভালোবাসা নিও এত সুন্দর কথা দিয়ে গানটা বাঁধতে পারার জন্য'।