এবার গোয়েন্দা শাশ্বত
নিজের জন্মদিনের পার্টিতে আগামী ছবির ঘোষণা করলেন অরিন্দম শীল। শীর্ষেন্দু মখোপাধ্যায়ের গোয়েন্দা গল্প নিয়ে ছবি করতে চলেছেন অরিন্দম। তবে ছবির রাইট পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। অরিন্দম জানালেন, "টানা তিন মাস ধরে চেষ্টা চালানোর পর অবশেষে আজ সকালে শীর্ষেন্দুদার মেয়ে ফোন করে আমাকে জানান উনি রাজি হয়েছেন। এর থেকে ভাল জন্মদিনের উপহার আর কি হতে পারত?"
নিজের জন্মদিনের পার্টিতে আগামী ছবির ঘোষণা করলেন অরিন্দম শীল। শীর্ষেন্দু মখোপাধ্যায়ের গোয়েন্দা গল্প নিয়ে ছবি করতে চলেছেন অরিন্দম। তবে ছবির রাইট পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। অরিন্দম জানালেন, "টানা তিন মাস ধরে চেষ্টা চালানোর পর অবশেষে আজ সকালে শীর্ষেন্দুদার মেয়ে ফোন করে আমাকে জানান উনি রাজি হয়েছেন। এর থেকে ভাল জন্মদিনের উপহার আর কি হতে পারত?"
নতুন ছবিতেও আবর্তর টিমই রাখতে চান অরিন্দম। চিত্রনাট্য লিখছেন পরমব্রত। মিউজিক দিচ্ছেন বিক্রম ঘোষ। কৌশিকীর গলা আভ জানে কি জিদ না করো শোনা যেতে পারে ছবিতে।
প্রথমে তোপসে, পরে অজিত। এতদিন গোয়েন্দাদের সার্কিটের ভূমিকায় অভিনয় করে আসা শাশ্বতর ভাগ্যে এবার শিকে ছিঁড়েছে। গোয়েন্দা শবর রায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত। এছাড়াও রয়েছেন আবীর চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, কৌশিক গাঙ্গুলি, রাইমা সেন, ঋত্বিক চক্রবর্ত্তী, গার্গি রায়চৌধুরী, বরখা বিশত ও তনুশ্রী। ভারত ও লস এঞ্জেলসে শুটিং হবে ছবির। বছরের মাঝামাঝি সময় শুটিং শুরু করত চান অরিন্দম।