করিনাদের সঙ্গে ধরমশালায় মালাইকা, শীতের রাজ্যে প্রিয় মানুষের সঙ্গেই সময় কাটাচ্ছেন অর্জুন
সবাইকে একসঙ্গেই দেখা যাচ্ছে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![করিনাদের সঙ্গে ধরমশালায় মালাইকা, শীতের রাজ্যে প্রিয় মানুষের সঙ্গেই সময় কাটাচ্ছেন অর্জুন করিনাদের সঙ্গে ধরমশালায় মালাইকা, শীতের রাজ্যে প্রিয় মানুষের সঙ্গেই সময় কাটাচ্ছেন অর্জুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/18/289134-dharamshalala.jpg)
নিজস্ব প্রতিবেদন : দীপাবলির আগেই করিনার সঙ্গে হিমাচল প্রদেশে উড়ে যান মালাইকা অরোরা। ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য বর্তমানে সইফের সঙ্গে রয়েছেন অর্জুন কাপুর। সেই উদ্দেশেই করিনার সঙ্গে ধরমশালায় উড়ে যান মালাইকা। বর্তমানে অর্জুনের সঙ্গে যখন মালাইকা ধরমশালায় রয়েছেন, সেই সময় প্রিয় মানুষের একে পর এক ছবি প্রকাশ করছেন অভিনেতা।
আরও পড়ুন : স্ত্রীর সঙ্গে বেড়েছে মনের দূরত্ব, অভিনয় ছেড়েই দিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
কখনও মালাইকা অজান্তেই তাঁর ছবি শেয়ার করছেন অর্জুন কাপুর, আবার কখনও মালাইকা তাঁকে নিজের 'সানশাইন' বলে ডাকছেন। সবকিছু মিলিয়ে মালাইকা-অর্জুনের 'লভ স্টোরির' নতুন নতুন পাতা ভক্তদের সামনে উঠে আসছে বলে মনে করছেন অনেকে।
এদিকে করিনা এবং তৈমুরকে নিয়ে শ্যুটিংয়ের ফাঁকে এদিকওদিক ঘুরে বেড়তে দেখা যাচ্ছে সইফ আলি খানকে। কখনও তৈমুকে নিয়ে পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় সইফকে। আবার কখনও করিনা এবং তৈমুরকে নিয়ে স্থানীয় চার্চে যেতে দেখা যায় সইফকে। সবকিছু মিলিয়ে ধরমশালায় আপাতত বেশ ভাল সময় কাটাচ্ছেন সইফ-করিনা এবং অর্জুন-মালাইকা।