লতা বন্দনায় আশা

লতা মঙ্গেকরের জন্মদিনে তাঁর অকুন্ঠ প্রশংসায় মাতলেন বোন আশা ভোঁসলে।

Updated By: Sep 28, 2012, 09:40 PM IST

লতা মঙ্গেকরের জন্মদিনে তাঁর অকুন্ঠ প্রশংসায় মাতলেন বোন আশা ভোঁসলে। বললেন, দিদি আমার মায়ের মতো। শুক্রবার লতার ৮৩ তম জন্মদিবসে শিবসেনার দলীয় মুখপত্র `সামনা`তে কিংবদন্তী দিদি লতাকে স্বয়ং `দেবী সরস্বতী` বলে সম্বোধন করলেন ভারতীয় সঙ্গীতের অন্যতম মহীরুহ আশা।
পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বলিউডের সঙ্গীত জগতে রাজ করছেন এই দুই বোন। বহুদিন ধরে লতা-আশার দ্বৈরথ বি টাউনের অন্যতম মুখরোচক বিষয় ছিল। কিন্তু `সামনা`তে খোলা কন্ঠে দিদির প্রশংসা করে বহু যুগ ধরে চলে আসা সেই বিতর্ককে কার্যত উড়িয়ে দিলেন আশা। খোলামেলা এই সাক্ষাৎকারে আশা পরিষ্কার জানিয়েছেন, বাবা মারা যাওয়ার পর দিদিই তাঁদের সংসারের হাল ধরতে প্লে ব্যাক সিঙ্গার হিসাবে বলিউডের অলিন্দে প্রবেশ করেন। আশা জানিয়েছেন `` লতা মঙ্গেশকরের বোন হিসাবে জন্মানোইটা পরম সৌভাগ্যের। এখনও পর্যন্ত দিদির সমতুল্য গায়িকার জন্ম হয়নি। ঈশ্বর পরম যত্নে তাঁকে তৈরি করেছেন। এখনও তাঁর কন্ঠ আমাকে অন্য জগতে নিয়ে চলে যায়।``
তবে এর সঙ্গেই ৭৯ বছরের চির নবীন আশা জানিয়েছেন এখনই গান থেকে সরে আসার কোন ইচ্ছাই তাঁর নেই। গান নিয়েই তাঁর বাকি জীবনটা কাটিয়ে দিতে চান ভারতীয় সঙ্গীতের এই আইকন।

.