অয়নের ছবিত সুপারম্যান
ওয়েক আপ সিড আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর এবার অন্যরকম ছবিতে মন দিলেন পরিচালক অয়ন মুখার্জি। এবার তার পছন্দের বিষয় সুপারম্যান।
ওয়েক আপ সিড আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর এবার অন্যরকম ছবিতে মন দিলেন পরিচালক অয়ন মুখার্জি। এবার তার পছন্দের বিষয় সুপারম্যান।
অয়ন জানালেন, প্রথম দুটো ছবি সম্পর্কের ওপর বানালেও আমি এখানেই নিজেকে আটকে রাখতে চাই না। আমি যদি তৃতীয় ছবি তৈরি সুযোগ পাই তাহলে অবশ্যই এর বাইরে গিয়ে কাজ করতে চাইব। আমি সুপারম্যান ছবি বানাতে চাই। সাধারণত আমাদের প্রথম ছবির সাফল্যের ছায়া আমাদের দ্বিতীয় ছবিতে দেখতে পাওয়া যায়। প্রেমের একটা সার্ব্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আমার প্রথম দুটো ছবিতে এই বিষয়টাকেই বেছে নিয়েছিলাম।
শশধর মুখার্জির নাতি ও দেব মুখার্জির পুত্র অয়ন নিজেকে একজন গর্বিত বাঙালি ভাবলেও এখনও বাংলা ছবি করার কথা ভাবেননি। বললেন, আমি বাঙলায় ছবি করতে চাই না। বাঙলা ভাষার সঙ্গে এখানকার মানুষের আবেগ ও সংস্কার জড়িয়ে রয়েছে। আমি যেহেতু এখানে বড় হইনি তাই সেই আবেগ আমি ছুঁতে পারব না।
আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।