Weather Update: নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে ৩ রাজ্য, দুর্যোগ কাটবে কবে?

Weather Update:  রবিবার নিম্নচাপটি ওডিশা উপকূলে থাকবে। সেইসময় বাতাসের গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে

Updated By: Dec 21, 2024, 11:44 PM IST
Weather Update: নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে ৩ রাজ্য, দুর্যোগ কাটবে কবে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার দক্ষিণবঙ্গের বহু জেলায় ছিল আকাশের মুখ ভার। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল রবিবার এই খারাপ আবহাওয়া কেটে যাবে। উত্তরবঙ্গের দু-একটি অংশ বৃষ্টি হতে পারে। এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে দক্ষিণ ভারতের সাত রাজ্য। এমনটাই বলছে দিল্লির মৌসম ভবন।

আরও পড়ুন-বাংলাদেশে নাটোরের মন্দিরে হামলা, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার সেবায়েতের মৃতদেহ

মৌসম ভবনের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নিয়েছে তার জেরে ওডিশা এবং অন্ধ্রপ্রদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওই  গভীর নিম্নচাপ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর দিকে এগোচ্ছে। এর কারণে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওডিশার অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এনিয়ে স্থানবীয় মানুষজনকে সতর্ক করা হয়েছে।

শুক্রবার ওই নিম্নচাপটি ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় চেন্নাই থেকে ৪৫০ কিমি দূরে, এবং ওডিশার গোপালপুর থেকে ৬৪০ কিমি দূরে। এটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু ও ওড়িশায় মাঝারি বৃষ্টিপাত এবং শনিবার থেকে নির্দিষ্ট কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি ৪৫ কিমি পর্যন্ত হতে পারে। এই অবস্থা ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূল অঞ্চলে বায়ুর গতি কিছুটা কম হবে ৪০ কিমি প্রতি ঘণ্টায়। আগামী রবিবার নিম্নচাপটি ওডিশা উপকূলে থাকবে। সেইসময় বাতাসের গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.