আনন্দে নাচতে শুরু করলেন আয়ুষ্মান খুরানা, ভাইরাল ভিডিয়ো

স্ত্রী তাহিরা কশ্য়প এবং সন্তানদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আয়ুষ্মান

Updated By: Aug 21, 2019, 07:05 PM IST
আনন্দে নাচতে শুরু করলেন আয়ুষ্মান খুরানা, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারের তালিকায় নাম উঠেছে তাঁর। এরপরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন চড়চড়িয়ে। অর্থাত আগে যে বিজ্ঞাপনের জন্য ৯০ লক্ষ থেকে ১ কোটি পারিশ্রমিক নিতেন, জাতীয় পুরস্কারের তালিকায় নাম ঘোষণা হওয়ার পর সেই পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৩ কোটিতে। বুঝতেই পারছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার কথাই বলা হচ্ছে। সেই আয়ুষ্মান খরানা এবার আনন্দে গান গেয়ে নাচতে শুরু করে দিলেন?
অবাক লাগছে শুনতে? সেপ্টেম্বরে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানার সিনেমা 'ড্রিম গার্ল'। এবার সেই সিনেমার নতুন গান 'দিল কা টেলিফোন' মুক্তি পেল। সেই গানেই নাচতে দেখা যায় আয়ুষ্মান খুরানাকে। বলিউডে আসার পর নিজেকে যে ভেঙে একেবারে নতুন করে গড়ে তুলেছেন, তা এই সিনেমা থেকেই বেশ স্পষ্ট।

আরও পড়ুন : তাঁর জন্যই ভেঙেছেন বিয়ে! জোর কটাক্ষ অর্জুন রামপালের বান্ধবীকে
দেখুন দিল কা টেলিফোনের সেই ভিডিয়ো..

ড্রিম গার্ল-এ আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করছেন 'সোনু কে টিটু কি সুইটি' অভিনেত্রী নুসরত বারুচা।

.