লভ জিহাদের জের! ফরিদাবাদে কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় ফুঁসে উঠলেন কঙ্গনা

কঠোর শাস্তির দাবি করেন অভিনেত্রী 

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 28, 2020, 07:21 PM IST
লভ জিহাদের জের! ফরিদাবাদে কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় ফুঁসে উঠলেন কঙ্গনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​ফরিদাবাদে প্রকাশ্যে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফরিদাবাদের ঘটনার বিরুদ্ধে ফুঁসে ওঠেন বলিউড অভিনেত্রী। তিনি বলেন, ইসলামে ধর্মান্তরিত হতে চাননি বলেই নির্লজ্জভাবে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করা হল। ফরিদাবাদের ঘটনায় শিগগিরই দোষীদের শাস্তি দেওয়া হোক বলে দাবি করেন কঙ্গনা রানাউত।

আরও পড়ুন : মাদক উদ্ধার দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে, খোঁজ মিলছে না করিশ্মার

ফরিদাবাদে কলেজ ছাত্রী খুনের ঘটনায় সম্প্রতি নেটিজেনদের একাংশের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়। যাদের মধ্যে একজন বলতে শুরু করেন, লভ জিহাদ এবার বন্ধ করা হোক। ফরিদাবাদের ঘটনায় এবার তৌসিফকে এনকাউন্টার করা হোক বলে দাবি করেন জনৈক নেট নাগরিক। এরপরই ওই নেট নাগরিককে সমর্থন করে সুর চড়ান কঙ্গনা রানাউত।

দেখুন....

 

সম্প্রতি ফরিদাবাদের একটি কলেজে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় এক ছাত্রীকে। তৌসিফ নামের এক যুবক ওই ছাত্রীকে গুলি করে বলে অভিযোগ। নিকিতা তোমর নামে ওই ছাত্রী তৌসিফকে বিয়ে করতে অস্বীকার করাতেই তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। নিকিতা তোমরের খুনের পর থেকেই তৌসিফের শাস্তির দাবিতে সরব হতে শুরু করে নেট নাগরিকদের একাংশ।

.