নির্বাক বরফির নি:শব্দ অনুভূতি

গোটা ছবিতে নির্বাক উপস্থিতিই এনে দিল স্বীকৃতি। তাই পুরস্কার প্রাপ্তির পর ধন্যবাদ জ্ঞাপনও ছিল নির্বাক। আটান্নতম ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে এটাই ছিল সেরা মুহূর্ত। বরফির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর কপুর। মঞ্চে উঠে সঞ্চালকের বাড়িয়ে দেওয়া মাইক নামিয়ে রাখলেন। পুরস্কার নিলেন রণবীর, কিন্তু নি:শব্দ অনুভূতি ব্যক্ত করলেন বরফি।

Updated By: Jan 21, 2013, 06:15 PM IST

গোটা ছবিতে নির্বাক উপস্থিতিই এনে দিল স্বীকৃতি। তাই পুরস্কার প্রাপ্তির পর ধন্যবাদ জ্ঞাপনও ছিল নির্বাক। আটান্নতম ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে এটাই ছিল সেরা মুহূর্ত। বরফির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর কপুর। মঞ্চে উঠে সঞ্চালকের বাড়িয়ে দেওয়া মাইক নামিয়ে রাখলেন। পুরস্কার নিলেন রণবীর, কিন্তু নি:শব্দ অনুভূতি ব্যক্ত করলেন বরফি।
পরিচালক করণ জোহরের মতে রণবীরের ধন্যবাদ জ্ঞাপনই ছিল রাতের সেরা থ্যাঙ্কস গিভিং স্পিচ। কাহানির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বিদ্যা বালন। বললেন, "এই পুরস্কার কাহানির পুরো টিমের জন্য। আর ধন্যবাদ সেটু(সিনেমাটোগ্রাফার), একজন গর্ভবতী মহিলাকে এতো সুন্দর ভাবে দেখানোর জন্য। যেইসব মহিলারা সাহসের সঙ্গে বাঁচেন তাঁদের সকলের কাছে এটা খুব স্পেশ্যাল। ছোটবেলা আমি টিভির সামনে বসে নিষ্পলক চোখে ফিল্মফেয়ার দেখতাম। আর আজ আমার হাতেই সেই ফিল্মফেয়ার পুরস্কার। যেমন বাইবেলে লেখা আছে। মন থেকে চাও, নিশ্চয়ই পাবে"। রণবীর, বিদ্যা দুজনের হাতেই পুরস্কার তুলে দেন রেখা।

পান সিং তোমারের জন্য সেরা অভিনেতার ক্রিটিক পুরস্কার পেয়েছেন ইরফান খান। সেরা অভিনেত্রী রিচা চাড্ডা। গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতে অভিনয়ের জন্য। রিচার হাতে পুরস্কার তুলে দেন মনোজ বাজপায়ী। মরণোত্তর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস পেয়েছেন যশ চোপড়া।
অন্যান্য পুরস্কার-
সেরা সহ অভিনেত্রী-অনুষ্কা শর্মা(জব তক হ্যায় জান)
সেরা সহ অভিনেতা-অন্নু কপুর(ভিকি ডোনার)
সেরা ছবি-বরফি
সেরা পরিচালক-সুজয় ঘোষ(কাহানি)
সেরা ছবি ক্রিটিক-গ্যাংস অফ ওয়াসেপুর

সেরা নবাগত পরিচালক-গৌরী শিন্ডে(ইংলিশ ভিংলিশ)
সেরা নবাগত অভিনেতা-অংশুমান খুরানা(ভিকি ডোনার)
সেরা নবাগতা অভিনেত্রী-ইলিয়ানা ডি`ক্রুজ(বরফি)

সেরা গল্পো-জুহি চতুর্বেদী(ভিকি ডোনার)
সেরা চিত্রনাট্য-সঞ্জয় চৌহান ও তিঘমাংশু ধুলিয়া(পান সিং তোমার)
সেরা সংলাপ-অনুরাগ কাশ্যপ, অখিলেশ জয়সোয়াল, সচিন কে লাড়িয়া, জিশান কাদরি(গ্যাংস অফ ওয়াসেপুর)
সেরা এডিটিং-নম্রতা রাও(কাহানি)

সেরা মিউজিক-প্রীতম(বরফি)
সেরা গায়ক-অংশুমান খুরানা(ভিকি ডোনার)
সেরা গায়িকা-শাল্মলী খোলগাড়ে(পরেশান, ইশাকজাদে)
সেরা গীতিকার-গুলজার(চল্লা, জব তক হ্যায় জান)
সেরা কোরিওগ্রাফার- বস্কো-সিজার(আন্টি জি, এক ম্যায় অউর এক তু)
সেরা আবহ সঙ্গীত-প্রীতম(বরফি)
সেরা অ্যাকশন-শাম কৌশল(গ্যাংস অফ ওয়াসেপুর)
সেরা সিনেমাটোগ্রাফি-সেটু(কাহানি)
সেরা প্রোডাকশন ডিজাইন-রজত পোদার(বরফি)
সেরা কস্টিউম-মানসী নাথ(শাংহাই)

.