Howrah: বিপজ্জনক উলুবেড়িয়া ফেরিঘাটের গ্যাংওয়ে! শঙ্কিত নিত্যযাত্রী আর রাসমেলার দর্শনার্থীরা...
Uluberia Ferry Ghat Gangway: উলুবেড়িয়া ফেরিঘাটের গ্যাংওয়ের অবস্থা সঙ্গিন। বেহাল গ্যাংওয়েটি কোনও রকমে জোড়া-তাপ্পি দিয়ে চলছে। বহু যাত্রী এপথে চলাচল করেন। আশঙ্কা, যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
শুভাশিস মণ্ডল: হুগলি নদী জলপথের উলুবেড়িয়া ফেরিঘাট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উলুবেড়িয়া-অছিপুর লঞ্চ পরিষেবা চলে। দিনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। চলে যান ওপারে। পরে সেখান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন।
এ হেন উলুবেড়িয়া ফেরিঘাটের গ্যাংওয়ের অবস্থা খুবই সঙ্গিন। বেহাল এই গ্যাংওয়েটি কোনও রকমে জোড়া-তাপ্পি দিয়ে চলছে। আশঙ্কা, যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই গ্যাংওয়েতে। গ্যাংওয়েটির কাঠের পাটাতনের অবস্থা বেশ খারাপ। যে কোনও সময়ে সেখান দিয়ে পা গলে যেতে পারে কারও। এদিকে উলুবেড়িয়ায় চলছে রাস উৎসব। এমনিতে এখানে প্রতিদিনের যাত্রীসংখ্যাই অনেক। ফলে নিত্যযাত্রী এবং রাস উৎসবের যাত্রী-- যাত্রীসংখ্যার এই জোড়াফলার চাপে পড়ে ওই বেহাল গ্য়াংওয়েটিকে নিয়ে আতঙ্কে কাঁপছে ফেরিঘাট। আশঙ্কা, যে কোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা।
যদিও এ বিষয়ে এই ঘাটের ইজারাদার শেখ জাহির আব্বাস জানান, 'বিষয়টি উলুবেড়িয়া পৌরসভাকে জানানো হয়েছে। উলুবেড়িয়া পৌরসভার সঙ্গে আমারও কথা হয়েছে। তারা জানিয়েছে, রাস উৎসব কেটে গেলে পরিবহণ দফতর এটির সংস্কার করবে। এবং জানি, এই মর্মে তাদের সঙ্গে কথা হয়েছে পুরসভারও।'
জাহির আব্বাস আরও জানান, 'উলুবেড়িয়ার রাস উৎসব বড় উৎসব। সেই উৎসবে প্রচুর লোকজন যাতায়াত করেন। এবারও করছেন। আসছেন ইছাপুরের জলপথেও। তাই এই মুহূর্তে আমরা নিজে খরচ করে প্রাথমিকভাবে রিপেয়ারিং করে চালাচ্ছি। রাস মিটলেই পরিবহণ দফতর এটি বদলে দেবে। পুরসভার সঙ্গে পরিবহণ দফতরের এই মর্মে কথাও হয়েছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)