বিদেশেও বাংলা ছবির রমরমা বাজার

দেশের পাশাপাশি বিদেশেও বাংলা ছবির রমরমা বাজার। বিভিন্ন চলচ্চিত্র উত্‍সবে সমাদৃত হওয়ার পর এবার টরন্টো সাউথ এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে স্থান পেল চারটি বাংলা ছবি।

Updated By: Feb 11, 2016, 07:24 PM IST
বিদেশেও বাংলা ছবির রমরমা বাজার

ওয়েব ডেস্ক: দেশের পাশাপাশি বিদেশেও বাংলা ছবির রমরমা বাজার। বিভিন্ন চলচ্চিত্র উত্‍সবে সমাদৃত হওয়ার পর এবার টরন্টো সাউথ এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে স্থান পেল চারটি বাংলা ছবি।

একসঙ্গে চারটি বাংলা ছবি। বেলাশেষে, হর হর ব্যোমকেশ,  বং কানেকশন আর শর্টফিল্ম জয়ী। নির্বাচিত হয়েছে এই বছরের ইন্টার ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া, টরেন্টোতে। বাংলায় ২২৫ দিন ধরে রমরমিয়ে চলা বেলাশেষের মুকুটে যুক্ত হতে পারে আরও একটি পালক। স্বাভাবিকভাবে খুশি পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। একইসঙ্গে এই ফেস্টিভ্যালে নির্বাচিত তাঁদের পরিচালিত শর্টফিল্ম জয়ী।

২০১৫-র সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির মধ্যে অরিন্দম শীলের হর হর ব্যোমকেশও রয়েছে টরেন্টোর এই উত্‍সবে নির্বাচনের তালিকায়। আর রয়েছে এই বছরই দশ বছর পূর্ণ করা অঞ্জন দত্তর বং কানেকশন।১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে এই উত্‍সব। অনুষ্ঠিত হবে কানাডারওন্টারিও তে।

.