জানেন ২ দিনে কত কোটির ব্যবসা করল সঞ্জয় দত্ত-র ছবি ‘ভূমি’?
![জানেন ২ দিনে কত কোটির ব্যবসা করল সঞ্জয় দত্ত-র ছবি ‘ভূমি’? জানেন ২ দিনে কত কোটির ব্যবসা করল সঞ্জয় দত্ত-র ছবি ‘ভূমি’?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/24/94461-bhoomi-24-9-17.jpg)
ওয়েব ডেস্ক: সদ্যই মুক্তি পেয়েছে সঞ্জয় দত্ত-র নতুন ছবি ভূমি। প্রথম থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মনে অনেক প্রত্যাশা ছিল। ছবিতে একেবারে অন্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। ভূমি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। দর্শকদের প্রত্যাশা ছবির বক্স অফিস কালেকশেনও প্রভাব ফেলেছে।
‘বিগ বস সিজন ১১’-এর ঘরের প্রথম ছবি ফাঁস! দেখুন
ভূমি ছবির ২ দিনের বক্স অফিস কালেকশন ট্রেড অ্যানালিস্ট এবং সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন। এই ছবি শুক্রবার ব্যবসা করেছে ২.২৫ কোটি টাকার। এবং শনিবার ব্যবসা করেছে ২.৪৭ কোটি টাকার। অর্থাত্, ২ দিনে সঞ্জয় দত্ত-র ছবি মোট ব্যবসা করেছে ৪.৭২ কোটি টাকার। আগামি দিনে এই ছবি যে আরও ভালো ব্যবসা করবে, তা প্রথম ২ দিনের বক্স অফিস কালেকশন দেখেই বোঝা যাচ্ছে।