মধুচন্দ্রিমায় সস্ত্রীক ভুটানরাজ

মধুচন্দ্রিমা যাপনে ভারতে এলেন সস্ত্রীক ভুটানের রাজা। আজ দিল্লি এসে পৌঁছন ভুটানের রাজা  জিগমে খেসর নামগিল ওয়াংচুক। সঙ্গে ছিলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী জেত্সুন পেমা। ৯ দিন তাঁরা এদেশে কাটাবেন।

Updated By: Oct 23, 2011, 06:35 PM IST

মধুচন্দ্রিমা যাপনে ভারতে এলেন সস্ত্রীক ভুটানের রাজা। আজ দিল্লি এসে পৌঁছন ভুটানের রাজা  জিগমে খেসর নামগিল ওয়াংচুক। সঙ্গে ছিলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী
জেত্সুন পেমা। ৯ দিন তাঁরা এদেশে কাটাবেন। যাবেন রাজস্থানের জয়পুর, উদয়পুর, রণথম্বোর, যোধপুরের মতো বিভিন্ন জায়গায়। বিয়ের পর এটিই ভুটান রাজের প্রথম
বিদেশ সফর। আজ বিমানবন্দরে রাজা ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরা। ৯ দিনের সফরে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, উপ-রাষ্ট্রপতি
হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন ভুটানের রাজা। গত তেরোই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

.