শ্বশুরমশাই-এর শেষকৃত্যে যোগ দিতে লকডাউনেই মুম্বই থেকে গাজিয়াবাদ গেলেন শেফালি

 শ্বশুরমশাইয়ের শেষকৃত্যে যোগ দিতে গাজিয়াবাদ যেতে হল শেফালিকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 29, 2020, 04:13 PM IST
শ্বশুরমশাই-এর শেষকৃত্যে যোগ দিতে লকডাউনেই মুম্বই থেকে গাজিয়াবাদ গেলেন শেফালি

নিজস্ব প্রতিবেদন : একে লকডাউন, তার উপর সময়টা বিশেষ ভালো যাচ্ছে না অভিনেত্রী শেফালি জারিওয়ালা ও তাঁর পরিবারের। গত ২৫মে মৃত্যু হয় শেফালি জারিওয়ালার শ্বশুরমশাইয়ের। লকডাউনের মধ্যেই তাই স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে শ্বশুরমশাইয়ের শেষকৃত্যে যোগ দিতে গাজিয়াবাদ যেতে হল শেফালিকে।

শেফালি বলেন, ''খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাও মন্দের ভালো যে বিমান চলাচল শুরু হয়েছে। তাই আমরা মুম্বই থেকে গাজিয়াবাদে আসতে পেরেছি। তাই শ্বশুরমশাইয়ের শেষকৃত্য়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। তবে করোনার প্রকোপের কারণে শুধুমাত্র পরিবারের সদস্যরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে পরাগের বড় ভাই অস্ট্রেলিয়াতে থাকে, উনি আসতে পারেননি।''

আরও পড়ুন-অভিনেতা থেকে মৃৎশিল্পী হয়ে উঠলেন অভিনেতা জ্যাকি শ্রফ

গাজিয়াবাদ যাওয়ার পথে মুম্বই বিমানবন্দরের ছবি পোস্ট করে শেফালি লেখেন, ''দেশের সবথেকে ব্যস্ততম বিমানবন্দর এটি। এর আগে এত নির্জন কখনও দেখিনি। কোনও প্রাণনেই। এই অভিজ্ঞতা খুবই খারাপ। চুম্বন, আলিঙ্গন, উৎসাহ কোনওকিছুই নেই। শুধুই ভয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, খুব শীঘ্রই যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

শেষবার ২০১৯-এ শ্রেয়াস তালপাড়ের বিপরীতে 'বেবি কাম না' ওয়েবসিরিজে দেখা গিয়েছিল শেফালি জারিওয়ালাকে। ২০১৩র বিগ বস-এর প্রতিযোগীও ছিলেন শেফালি। তবে অভিনেত্রী সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ২০০২ সালে 'কাঁটা লাগা' মিউজিক অ্যালবামের জন্য। তবে বিয়ের পর থেকে অভিনয় দুনিয়ায় কমই দেখা যায় শেফালি জারিওয়ালাকে।

আরও পড়ুন-কবে হবে শ্যুটিং শুরু? উত্তর মিলল না বৈঠকে, উদ্বিগ্ন কলাকুশলীরা

.