বকুল কথা : ঋষির জলে ফাঁড়া, গঙ্গার ঘাটে হড়কে গেল পা!

ঋষির জলে ফাঁড়া থাকার জন্য বাড়ির বড়োরা তাঁকে সাবধানে যেতে বলেন।

Updated By: Aug 1, 2018, 06:13 PM IST
বকুল কথা : ঋষির জলে ফাঁড়া, গঙ্গার ঘাটে হড়কে গেল পা!

নিজস্ব প্রতিবেদন: রাতে ঋষি ঘরে এলে দেখতে পায় বকুলের টেবিলে মিষ্টির ক্লাস ফোর এর বই পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে বকুল ইংরেজি শেখার জন্যই আগের রাতেই প্ল্যান করেছিল। এরপর সকাল হলে বকুল দেখে, ঋষি ওই ঘরের মেঝেতে শুয়ে রয়েছে। এদিকে কুণাল ও বর্ষার খুঁনসুটি চলে। রথের দিন সকালে খাবার টেবিলে পুজোয় কি কি ভোগ হবে সেটা নিয়ে আলোচনা চলে। এরপর সবাইকে তাদের দ্বায়িত্ত্ব বুঝিয়ে দেওয়া হয়। এদিকে ঋষি ও বকুল গঙ্গা মাটি আনতে বেরোয়। ঋষির জলে ফাঁড়া থাকার জন্য বাড়ির বড়োরা তাঁকে সাবধানে যেতে বলেন। এরপর দুজনে গঙ্গায় এলে বকুল ঋষিকে পাড়ে দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু ঋষি জলের দিকে এগিয়ে আসে এরপর বকুল গঙ্গা মাটি তুলে সিঁড়িতে উঠলে ঋষি অসাবধানতায় পা হড়কিয়ে পড়ে যায়।  অন্যদিকে, রান্নাঘরে পায়েস বানাতে গিয়ে ঋষির মায়ের হাত থেকে দুধের পাত্র পড়ে যায় ও তাতে সবাই খুব ভয় পেয়ে যায়। এখানে ক্লিক করে দেখুন- বকুল কথা

আরও পড়ুন- বকুল কথায় দু'দিনের মহাপর্ব

.