আর নেই 'স্মাকিয়া', চলে গেলেন অভিনেতা আশরফ উল হক
মারা গেলেন বলিউড অভিনেতা আশরফ উল হক। গত ২ বছর ধরে রক্তের কঠিন অসুখ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগে মাত্র ৪৫ বছরেই চলে যেতে হল তাকে। টানা ৩ দিন ভেন্টিলেশনে থাকার পর মঙ্গলবার দুপুর ১টা ২৭ নাগাদ মৃত্যু হয় তার।
ওয়েব ডেস্ক: মারা গেলেন বলিউড অভিনেতা আশরফ উল হক। গত ২ বছর ধরে রক্তের কঠিন অসুখ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগে মাত্র ৪৫ বছরেই চলে যেতে হল তাকে। টানা ৩ দিন ভেন্টিলেশনে থাকার পর মঙ্গলবার দুপুর ১টা ২৭ নাগাদ মৃত্যু হয় তার।
অসমে জন্মানো ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্নাতক আশরফের নেশা ছিল থিয়েটার। কোম্পানি, ট্রাফিক সিগনাল, পান সিং তোমার, ব্ল্যাক ফ্রাইডে, ফুকরের মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন আশরফ। ২০১৩ সালে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি দ্য লস্ট বহরুপিয়া। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে ফারহান আখতার টুইট করেছেন, আশরাফুল, যিনি ফুকরে ছবিতে স্মাকিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন, মারা গিয়েছেন। খুব কম বয়সে চলে গেলেন। ট্র্যাজিক। ওনার পরিবারের প্রতি গভার সমবেদনা জানাচ্ছি।
স্ত্রী ও ৯ বছরের এক ছেলে রয়েছে আশরফ উল হকের।