রণবীরের 'সঞ্জু' কি সলমনের 'রেস থ্রি'-কে বক্স অফিসে টেক্কা দিতে পারবে?

সঞ্জয় দত্তের বন্ধু হিসাবে বিকি কৌশলের অভিনয়ও প্রশংসিত হয়েছে। ১ দিনেই 'সঞ্জু ' বক্স অফিসে ২৭ থেকে ৩০ কোটির ব্যবসা করবে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানিয়েছেন ফিল্ম সমালোচক গিরিশ জোহর। তবে শুধু গিরিশ জোহরই নন, অনেকেই বাজি রেখেছেন সঞ্জুর ব্যবসা প্রথম দিনে ৩০ কোটি ছাড়াবে।

Updated By: Jun 29, 2018, 08:36 PM IST
রণবীরের 'সঞ্জু' কি সলমনের 'রেস থ্রি'-কে বক্স অফিসে টেক্কা দিতে পারবে?

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার, ২৯ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের 'সঞ্জু'। রাজকুমার হিরানির 'সঞ্জু' নিয়ে দর্শকদের কম আশা ছিল না। তবে প্রথম দিনে 'সঞ্জু' দেখতে যাঁরা প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তাঁরা কেউই আশাহত হননি। সকলেই প্রশংসায় সিনেমাটি পঞ্চমুখ। এমনকি ফিল্ম সমালোচক তরণ আদর্শও 'সঞ্জু'কে ৫-এর মধ্যে সাড়ে ৪ দিয়েছেন। ছবিতে সবথেকে বেশি প্রশংসিত হয়েছে রণবীরের অভিনয়। পাশাপাশি, সঞ্জয় দত্তের বন্ধু হিসাবে বিকি কৌশলের অভিনয়ও প্রশংসিত হয়েছে। ১ দিনেই 'সঞ্জু ' বক্স অফিসে ২৭ থেকে ৩০ কোটির ব্যবসা করবে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানিয়েছেন ফিল্ম সমালোচক গিরিশ জোহর। তবে শুধু গিরিশ জোহরই নন, অনেকেই বাজি রেখেছেন সঞ্জুর ব্যবসা প্রথম দিনে ৩০ কোটি ছাড়াবে।

তবে সঞ্জু' কি সত্যিই বক্স অফিসে সলমনের 'রেস থ্রি'-কে টেক্কা দিতে পারবে?

রিপোর্ট বলছে,  সলমনের রেস থ্রি-র প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ২৯ কোটি। আর এটি মুক্তি পেয়েছিল সারা দেশের মোট ৪, ৪০০ টি প্রেক্ষাগৃহে। আর এটাই প্রথম দিনে বক্স অফিস কালেকশনের জন্য এবছরের অন্যতম সেরা ছবি। আর তাই 'সঞ্জু' যদি প্রথম দিনে বক্স অফিসে ৩০ কোটির ব্যবসা করতে পারে, তাহলেই রণবীরের 'সঞ্জু'র ক্ষেত্রে সলমনের 'রেস থ্রি'-কে টেক্কা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত সঞ্জু মুক্তি পেয়েছে সারা দেশে ৪০০০ প্রেক্ষাগৃহে। তবে শুধু রেস থ্রি কে প্রথম দিনে টেক্সা দেওয়াই নয়, ফিল্ম সমালোচকরা দাবি করছেন প্রথম সপ্তাহেই 'সঞ্জু'র ব্যবসা ১০০ কোটি ছাড়াবে। এখন দেখাই যাক, 'সঞ্জু' আদপে বক্স অফিসে কতটা ব্যবসা করতে সক্ষম হয়, 'সঞ্জু', 'রেস থ্রি'কে টেক্কা দিতে পারে কিনা তা ভবিষ্যৎ-ই বলবে...

দেখুন দর্শক কী বলছে সিনেমা নিয়ে...

আরও পড়ুন-অনলাইনে ফাঁস রণবীরের 'সঞ্জু', সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ল সিনেমার লিঙ্ক

.