৫৫ বছর বয়সেই প্রয়াত পদ্মশ্রী কার্টুনিস্ট সুধীর তাইলাং

প্রয়াত হলেন ভারতের অন্যতম বিখ্যাত ও প্রসিদ্ধ কার্টুনিস্ট সুধীর তাইলাং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Updated By: Feb 6, 2016, 09:21 PM IST
৫৫ বছর বয়সেই প্রয়াত পদ্মশ্রী কার্টুনিস্ট সুধীর তাইলাং

ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন ভারতের অন্যতম বিখ্যাত ও প্রসিদ্ধ কার্টুনিস্ট সুধীর তাইলাং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজস্থানের বিকানীরে জন্মগ্রহণ করেছিলেন সুধীর। ১৯৮২ সালে ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার মধ্যে দিয়ে শুরু হয় হয় তাঁর কর্মজীবন। সম্প্রতি কার্টুনের উপর আধারিত তাঁর বই "নো, প্রাইম মিনিস্টার" তাঁকে শিরোনামে নিয়ে আসে। বরাবরই অন্যধরনের কাজের জন্য বিখ্যাত ছিলেন তিনি। কার্টুনিস্ট হিসেবে তাঁর অসামান্য দক্ষতা ও অবদানের জন্য ২০০৪ সালে সুধীর তাইলাংকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বর্তমানে তিনি এশিয়ান এজের সঙ্গে কাজ করছিলেন। সুধীর তাইলাংয়ের মতো কার্টুনিস্টের অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশ। শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে।

.