সেন্সর বোর্ডের চেয়ারপার্সনের থেকে সরানো হতে পারে প্যাহেলাজ নিহালানিকে?

Updated By: Jul 25, 2017, 02:49 PM IST
সেন্সর বোর্ডের চেয়ারপার্সনের থেকে সরানো হতে পারে প্যাহেলাজ নিহালানিকে?

ওয়েব ডেস্ক: সেন্সর বোর্ডের চেয়ারপার্সন পদে বসার পর থেকে প্রায় সবসময় বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়ে। অথবা তাঁর সিদ্ধান্তকে নিয়ে। হ্যাঁ, প্যাহেলাজ নিহালানির কথাই বলা হচ্ছে। কিন্তু একটি সূত্র থেকে জানা যাচ্ছে, সম্ভাবত, তাঁকে তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার পরামর্শও দেওয়া হতে পারে।

আরও পড়ুন সারেগামাপা-য়ের বিখ্যাত গায়কের মৃতদেহ পাওয়া গেল তাঁর বন্ধুর বাড়িতে

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, আগামী ২৮ জুলাই তিরুবন্তপুরমে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে হাজির থাকবেন, সেন্সর বোর্ডের সদস্যরা। শোনা যাচ্ছে, ওই মিটিংয়েই তাঁকে বলা হতে পারে, সেন্সর বোর্ডের চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য। যদি প্যাহেলাজ নিহালানি সত্যিই তাঁর পদ থেকে সরে দাঁড়ান, তাহলে তাঁর জায়গায় কে আসবেন? শোনা যাচ্ছে, সেক্ষেত্রে সেন্সর বোর্ডের নতুন চেয়ারপার্সন হতে পারেন, প্রকাশ ঝা, চন্দ্রপ্রকাশ দ্বিবেদী কিংবা মধুর ভান্ডারকরের মধ্যে কেউ।

আরও পড়ুন  ‘বাদশাহো’ ছবিতে সানি লিওনেকে কেমন লাগছে দেখেছেন?

.