Governor CV Ananda Bose | Speakar: 'আমার তো মনে হয়...' রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার!
Governor CV Ananda Bose | Speakar: 'কেউ রাস্তাঘাটে কারও বিরুদ্ধে বলল, অনেকে তো বলছে, একে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্যপাল ওমনি জানতে চাইবে, কেন পদত্যাগ করতে হবে বলল তদন্ত করুন। অনেকে তো রাজ্যপালেরও পদত্যাগ চেয়েছে। তাঁর পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন'।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'ওর পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন'? রাজ্যপালের সিভি আনন্দ বোসের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। বললেন, 'আমার তো মনে হয়, রাজ্যপালের বোঝা উচিত, তাঁর এক্তিয়ার কতটা'।
এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রীর জওহরলাল নেহেরু জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে বিধানসভা আসেন স্পিকার। তিনি বলেন, 'এক্তিয়ারের বাইরে দিয়ে কাজ করছেন। আমার তো মনে হয়, রাজ্যপালের বোঝা উচিত, তাঁর এক্তিয়ার কতটা। কেউ রাস্তাঘাটে কারও বিরুদ্ধে বলল, অনেকে তো বলছে, একে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্যপাল ওমনি জানতে চাইবে, কেন পদত্যাগ করতে হবে বলল তদন্ত করুন। অনেকে তো রাজ্যপালেরও পদত্যাগ চেয়েছে। তাঁর পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন'।
ঘটনাটি ঠিক কী? আরজি কার কাণ্ডে যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিস, চার্জশিটে সেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই-ও। সোমবার থেকে মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে শিয়ালদহ কোর্টে।
এদিকে আরজি কর কাণ্ডের সময়ে কলকাতা পুলিস কমিশনার ছিলেন বিনীত গোয়েল। পরে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাঁকে পদ থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুনানির প্রথম দিনেই অভিযুক্ত সঞ্জয়ের দাবি, 'বিনীত গোয়েল, ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে'। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই আইপিএস অফিসার সম্পর্কে রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কবে? গতকাল বুধবার।
আর জি কর ধর্ষণ ও হত্যা কাণ্ড: পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চাইলেন মাননীয় রাজ্যপাল মহাশয়
১২ নভেম্বর, ২০২৪ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আর জি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত খবরের…
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) November 12, 2024
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, স্পিকার তাঁর এক্রিয়ারের বাইরে গিয়ে রাজ্যপালকে নিয়ে মন্তব্য করছেন। যখন রাজ্যপালের স্বাক্ষরে রাজ্য পরিচালিত হয়, স্পিকার যে কথা বলেছেন, এই কথা থেকেই বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গে কার্যত সাংবিধানিক ব্যবস্থা শুধু প্রশ্নচিহ্নের মুখে নয়, ভেঙে পড়েছে। ধ্বংস হয়ে গিয়েছে। তারজন্য দায়ি তৃণমূল কংগ্রেস এবং স্পিকারও স্পিকার না হয়ে তৃণমূলের মতো আচরণ করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে'।
আরও পড়ুন: Kolkata Municipal Corporation: উফ! ধর্মতলায় খোদ কলকাতা কর্পোরেশনের বাড়িতেই সাপ! ভয়ংকর...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)