'দেবদাস' ছবির ১৫ বছর পূর্তিতে জানুন অজানা ১৫ তথ্য
দেখতে দেখতেই দেড় দশক পার করল সঞ্জয়লীলা বনসালী পরিচালিত ছবি দেবদাস। এই ছবির ১৫ বছর পূর্তিতে জানুন অজানা ১৫ তথ্য।
ওয়েব ডেস্ক: দেখতে দেখতেই দেড় দশক পার করল সঞ্জয়লীলা বনসালী পরিচালিত ছবি দেবদাস। এই ছবির ১৫ বছর পূর্তিতে জানুন অজানা ১৫ তথ্য।
> শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস 'দেবদাস'-এর ওপর ভিত্তি করেই তৈরি হয় দেবদাস ছবির চিত্রনাট্য।
> ১৯৫৫ সালে প্রথম দীলিপ কুমার দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০০২ সালে দেবদাস রিমেক হলে সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।
> আজ থেকে দের দশক আগে এই ছবি করতে খরচ হয়েছিল ৫০ কোটি টাকা, যা ছিল বলিউডের সেই সময়ের বিগ বাজেট প্রোজেক্ট।
> দেবদাস ছবির প্রিমিয়ার হয়েছিল কান ফেস্টিভ্যালে। ২০০৩ সালে অস্কারেও ভারতীয় ছবি হিসেবে অফিসিয়াল এন্ট্রি পেয়েছিল এই ছবি।
> ৭০০ লাইট আর ৪২টি জেনেরেটর ব্যবহার করে দেবদাস ছবির সেটে শ্যুট করা হত।
> চরিত্রকে আরও বাস্তব করে তুলতে শাহরুখ খান স্বল্প মদ্যপান করেই অভিনয় করেছেন এই ছবিতে।
> দেবদাস ছবিতে চুনীলালের ভূমিকায় প্রথম ভাবা হয়েছিল গোবিন্দাকে। গোবিন্দা রাজি না হওয়ায় এর পর নবাব পুত্র সেফ আলি খানকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।
> গোবিন্দা আর সেফ আলি খান, কেউই রাজি না হওয়ায় এই চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীকেও অনুরোধ করেন সঞ্জয়লীলা বনসালী। তিনিও রাজি হননি।
> শেষমেশ এই চরিত্রে অভিনয় করেন জ্যাকি স্রফ।
> ছবিতে পার্বতী যে শিসমহলে থাকেন তা তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল ১ লক্ষ ২২ হাজার টাকা। বৃষ্টি হলেই ওই শিসমহলে বারেবারে রং করাতে হয়েছে পরিচালককে।
> চন্দ্রমুখীর কোঠা বাড়ি তৈরি করতে খরচ হয়েছিল ১২ কোটি টাকা।
> পরিচালক সঞ্জয়লীলা বনসালী এবং সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার প্রায় আড়াই বছর সময় নিয়েছিলেন দেবদাস ছবির মিউজিক তৈরি করতে।
> এত বড় কানের দুল পরে 'দোলা রে দোলা রে' নাচতে হয়েছিল নায়িকা ঐশ্বর্যকে যে কান কেটে গিয়ে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছিল তাঁর।
> মাধুরী দিক্ষিত যে ড্রেস পরে নেচেছিলেন তার ওজন ছিল ৩০ কেজি।
> দেবদাস ছবিতে পার্বতীর চরিত্রে অভিনয় করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন করিনা কাপুর।